রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

চকলেটের লোভ দেখিয়ে সেই শিশুকে যৌন নির্যাতন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

চকলেটের লোভ দেখিয়ে সেই শিশুকে যৌন নির্যাতন

গাজীপুরের শ্রীপুরে মেয়েসহ ট্রেনের নিচে বাবার ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে করা মামলার প্রধান আসামি ফারুককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে র‌্যাব। ফারুক (৩০) শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে। এ নিয়ে এই মামলায় তিনজন গ্রেফতার হলো। এদিকে গ্রেফতার ফারুক চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাইকেলে করে নিয়ে হজরত আলীর মেয়েশিশু আয়েশাকে ‘যৌন নিপীড়ন’ করে বলে জানিয়েছেন র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম। গতকাল বিকাল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, মাস দুয়েক আগে সে শিশু আয়েশাকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখায়। এরপর সাইকেলে উঠিয়ে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে। পরে সে ও তার সংঘবদ্ধ চক্র আয়েশার পরিবারকে নানাভাবে অত্যাচার ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। সে ও তার লোকজন আয়েশার বাবা হজরত আলীর একটি গরু চুরি করে বিক্রি করে দেয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব-১-এর অধিনায়ক সারওয়ার-বিন-কাশেম বলেন, ফারুকের দাবি, সে শিশু আয়েশাকে ধর্ষণ করেনি। সে মেয়েটিকে সাইকেলে করে নিয়ে যাওয়ার সময় শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এতে আয়েশা রেগে গেলে ফারুক তাকে সাইকেল থেকে ফেলে দিয়ে চলে যায়। র‌্যাব-১-এর উপপরিচালক মহিউল ইসলাম জানান, ২৯ এপ্রিল ঘটনার পর ফারুক গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পালিয়ে যায়। পরে খবর পেয়ে কাপাসিয়ায় র‌্যাব-১-এর সদস্যরা অভিযান চালালে তা টের পেয়ে সে আটরশি পীরের মাজারে অবস্থান নেয়। সেখান থেকে পীরের সঙ্গে পরিচয় ও সখ্য হলে তার সঙ্গে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগরে চলে যায়। সেখানে সে রডমিস্ত্রির সহকারীর কাজ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে ইসলামনগরে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, অন্য দুজনের মধ্যে শুক্রবার ভোররাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঝর গ্রাম থেকে ওই মামলার তিন নম্বর আসামি বোরহান উদ্দিন (৩৫) এবং ২৯ এপ্রিল শ্রীপুর থেকে সাত নম্বর আসামি ইউপি সদস্য আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তারা দুজনই কারাগারে আছে। প্রসঙ্গত, ২৯ এপ্রিল সকালে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল-সংলগ্ন এলাকায় চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পালিত মেয়ে আয়েশা আক্তারসহ হজরত আলী আত্মহত্যা করেন। মেয়েকে শ্লীলতাহানি, গরু চুরি যাওয়া ও প্রতিবেশীদের হামলার হুমকির বিচার না পাওয়ায় তিনি মেয়েসহ আত্মহত্যা করেন। তাদের বাড়ি শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্ণপুর (সিটপাড়া) গ্রামে। আত্মহত্যার পরদিন নিহতের স্ত্রী হালিমা বেগম গ্রেফতার তিনজনসহ সাতজনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর