রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

ভোটের স্বার্থে ধর্মের অপব্যবহার চলছে

নিজস্ব প্রতিবেদক

ভোটের স্বার্থে ধর্মের অপব্যবহার চলছে

হাই কোর্টের সামনে থেকে দেবী থেমাসের ভাস্কর্য অপসারণ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও মুখ্য সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘ভোটের স্বার্থে এখন সস্তাভাবে ধর্মকে অপব্যবহার করার চেষ্টা চলছে। আমরা দেখেছি, ১৯৭১ সালে ধর্মের নামে গণহত্যা ও ধর্ষণ চালানো হয়েছিল। অথচ ধর্মকে রাজনীতি থেকে সরানোর জন্য সংবিধানে অসাম্প্রদায়িকতার কথা লেখা হয়েছিল। কিন্তু আজকে বড় চ্যালেঞ্জ হলো ন্যায়-নীতিকে ধরে রাখা।’ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুজন এ স্মরণ সভার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান, গবেষক ড. মির্জা হাসান, সুজন সদস্য বদরে আলম খান, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ। ড. কামাল বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ নৈতিকতার প্রশ্নে কখনো আপস করেননি। তিনি বলেন, ‘বাঙালি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ছিল, যে কারণে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করতে পেরেছি, মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা পেয়েছি।’ সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার, অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করার আহ্বান জানান তিনি। ড. বদিউল আলম মজুমদার বলেন, যেখানেই অন্যায় দেখতেন সেখানেই অধ্যাপক মোজাফ্ফর প্রতিবাদী হতেন। অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে পদত্যাগ করেন। ১৯৯৮ সালে এক ছাত্রনেতার শততম ধর্ষণ উদ্যাপনের ঘটনায় তিনি বুকে-পিঠে পোস্টার লাগিয়ে এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি চেয়ারে বসে থেকে এর প্রতিবাদ জানান। অধ্যাপক মোজাফ্ফর ২০০৮ সালে শেখ হাসিনার প্রতি তার বিরুদ্ধে সব ফৌজদারি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সৈয়দ আবুল মকসুদ বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন। মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলেন। তিনি কাজ করেছেন মনের তাগিদে, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। ড. রওনক জাহান বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ অজুহাত দেখাতেন না। শারীরিক অসুস্থতা সত্ত্বেও জনকল্যাণে তিনি সোচ্চার ও প্রতিবাদী ভূমিকা পালন করেছেন। দিলীপ কুমার সরকার বলেন, ‘অধ্যাপক মোজাফ্ফর আহমদ ছিলেন ধর্মের প্রতি অনুগত একজন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল মানুষ। তার নেতৃত্বে সৃষ্ট সুজনের মূলনীতির মধ্যে অন্যতম নীতি হচ্ছে অসাম্প্রদায়িকতা। আজকে আমরা যখন দেখছি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে রাষ্ট্রকে আপস করতে, আমরা রাষ্ট্রের এই আপসকামিতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

সর্বশেষ খবর