মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠক

ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনা হবে সংসদে

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় উঠে এসেছে ষোড়শ সংশোধনী নিয়ে করা আপিল খারিজ হওয়ার বিষয়টি। এই বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে আলোচনা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় আপিল খারিজের বিষয়টি অবহিত করেন আইনমন্ত্রী।

সূত্র জানায়, মন্ত্রিসভা বৈঠক চলাকালে আইনমন্ত্রী আনিসুল হক আপিল খারিজের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর অনির্ধারিত আলোচনায় বিষয়টি উঠে আসে। এ সময় মন্ত্রিসভার প্রায় প্রত্যেক সদস্য এ নিয়ে আলোচনা করেন। সূত্র জানায়, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে। এদিকে গতকালের বৈঠকে বীজ আইন-২০১৭ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইংরেজিতে থাকা আগের বীজ আইন বাংলায় করা হয়েছে। ছোটখাটো দু-একটি পরিবর্তন ছাড়া আগের আইনের সবকিছুই অপরিবর্তিত আছে। তিনি বলেন, পরিবর্তনগুলোর মধ্যে একটি হচ্ছে- এই আইনের আওতায় ২৫ সদস্যের জাতীয় বীজ গঠন হবে। বোর্ডের সভাপতি হবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব। এই বোর্ড মূলত বীজের কোয়ালিটি কন্ট্রোলসহ অন্যান্য বিষয়ে কাজ করবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের আইনে বীজ পরিদর্শকের কাজে বাধা প্রদান করলে প্রথমবার ৫০০ টাকা জরিমানার বিধান ছিল। আর একই অপরাধ দ্বিতীয়বার করলে এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার বিধান ছিল। নতুন আইনে এটি সংশোধন করে প্রস্তাব করা হয়েছে, বীজ পরিদর্শকের কাজে বাধা দিলে তিন মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে সাজা দ্বিগুণ হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট শিগগিরই উেক্ষপণ করা হবে। এটি উেক্ষপণ করতে হলে একটি কোম্পানি লাগবে। সে লক্ষ্যে কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে ওই কোম্পানির অথরাইজড শেয়ার হবে ৫০০ কোটি টাকার। ওই কোম্পানির জন্য ১১ সদস্যের একটি কমিটি থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর