মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘অপহরণে’র পর যশোর থেকে উদ্ধার ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক

‘অপহরণে’র পর যশোর থেকে উদ্ধার ফরহাদ মজহার

‘অপহরণ’ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। গত রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে খুলনার   ফুলতলা থানায় রাখা হয়। আজ মঙ্গলবার ফুলতলা থানায় র‌্যাব-পুলিশের যৌথভাবে সংবাদ সম্মেলন করে উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। এখন জিজ্ঞাসাবাদের জন্য তাকে খুলনা ফুলতলা থানায় রাখা হয়েছে। আমরা আগে থেকে মোবাইল ট্র্যাকিং করে তার লোকেশন খুঁজে পাই। এরপর তিনি একটি হোটেলে খাবার খেয়েছেন এ খবর পাওয়ার পরই আমরা ধারণা করি তিনি হয় তো ঢাকায় ফিরতে পারেন। পরে তার ছবি বিভিন্ন গাড়ির কাউন্টারে দেখালে খুলনার হানিফ কাউন্টার থেকে তাকে দেখার তথ্যটি জানানো হয়। তিনি খুলনার শিববাড়ী মোড় থেকে রাত সোয়া ৯টায় হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকা রওনা হয়েছিলেন। তথ্যটি জানার পরই আমরা গাড়িটি নোয়াপাড়ায় আটকানোর ব্যবস্থা করি। ফরহাদ মজহার কি অপহরণের শিকার হয়েছিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে গভীরভাবে আমরা এখনো জানতে পারিনি। তবে তাকে জিজ্ঞাসাবাদের পর আসল ঘটনা জানা যাবে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, অভয়নগরের নোয়াপাড়ার বেঙ্গলগেট-সংলগ্ন হানিফ পরিবহনের গাড়ি থেকেই ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল ভোর ৫টার দিকে তিনি রাজধানীর শ্যামলী-আদাবরের নিজ বাসা থেকে বের হন। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর তার পরিবার অভিযোগ করে, ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনায় বিকাল থেকে খুলনা শহরের শিববাড়ী এলাকায় ফরহাদ মজহারের মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে উদ্ধার অভিযান শুরু করে র‌্যাব-৬। সে সময় তারা পুরো এলাকা ঘিরে বাড়ি বাড়ি তল্লাশি চালায়। ফরহাদ মজহারের পরিবার থেকে অভিযোগ করা হয়, বাসা থেকে বেরিয়ে যাওয়ার ২৫ মিনিটের মধ্যেই তিনি তার স্ত্রীর মোবাইলে বলেন- ‘আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’  পরে আরও বেশ কয়েকবার ফোন আসে। সেসব ফোনে মুক্তিপণ হিসেবে ৩৫ লাখ টাকা দাবি করা হয়েছে। তবে অপহরণকারী সম্পর্কে কোনো তথ্য ছিল না পরিবারের কাছে। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফরহাদ মজহারের ফোন ট্র্যাক করে তার অবস্থান জানার চেষ্টা চলে। শিববাড়ীতে র‌্যাবের উদ্ধার অভিযান চলাকালে হোটেল নিউ গ্রিল হাউসের মালিক আবদুল মান্নান সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে তার রেস্তোরাঁয় ভাত খান ফরহাদ মজহার। ওই হোটেলে ভাত, ডাল ও সবজি খেয়ে রাত ৮টার দিকে বের হয়ে যান তিনি। তার পরনে লুঙ্গি ও মাথায় সাদা কাপড় ছিল। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। প্রথমে তাকে চেনা যায়নি, পরে টিভিতে তার ছবি দেখে আমরা চিনতে পারি। তখন বিষয়টি র‌্যাবকে জানানো হয়। এদিকে, রাত ১০টার দিকে নিজ বাসায় ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার সাংবাদিকদের জানান, পুলিশ জানিয়েছে- তারা প্রযুক্তি দিয়ে ওই নম্বরের লোকেশন চেক করতে পেরেছে। কিন্তু যেহেতু রাত বাড়ছে সে জন্য আমরা আতঙ্কিত।  ৭০ বছর বয়সী ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পর তার বাসভবন শ্যামলী রিং রোডের হক গার্ডেন পরিদর্শন করেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তারা। ফরহাদ মজহারের নিখোঁজের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে বলা হয়, এ ঘটনার সঙ্গে সরকারের কোনো এজেন্সি জড়িত। যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার তাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। তারা অভিযোগ করে বলেন, ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে। বিপ্লব কুমার বলেন, ফরহাদ মজহারের বাড়ির সামনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ৫ মিনিটে স্বাভাবিক পোশাক পরে তিনি হেঁটে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন।  তার পরিবারের তথ্যানুযায়ী, তিনি সাধারণত ভোরে ঘুম থেকে ওঠেন। তবে ভোরে তিনি বাসা থেকে বের হন না। তিনি সাধারণত সকাল ৮টা থেকে ১০টার পরই বাসার বাইরে যান। কিন্তু তিনি বাসা থেকে বের হওয়ার পর ৫টা ২৯ মিনিটে তার স্ত্রীর মোবাইল ফোনে বলেন, ‘আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে মেরে ফেলবে।’ ফরহাদ মজহারের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ফরহাদ মজহারের স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন ফরহাদ মজহার কম্পিউটারে কাজ করছেন। এরপর তিনি ৫টার দিকে আবার উঠে দেখেন তার স্বামী কম্পিউটার টেবিলে নেই। এরপর তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। আদাবর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ফরহাদ মজহারের একজন আত্মীয় সকাল ১০টার দিকে থানায় আসেন। তিনি বলেন, ‘ফরহাদ মজহার সাহেব কোনো একজনের ফোন পেয়ে ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বাসা থেকে বের হয়ে যান। পরে তিনি নিজেই স্ত্রীকে ফোন করে ৩৫ লাখ টাকা জোগাড় করতে বলেন। ’

বিএনপির অভিযোগ সরকারি এজেন্সি জড়িত : ফরহাদ মজহারকে অপহরণের ঘটনায় সরকারের ‘কোনো এজেন্সি’ জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করে অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সর্বশেষ : গতকাল রাত ১টায় এ প্রতিবেদন লেখার সময় ফরহাদ মজহারকে উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর