মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাহাত্তরের ৯৬ অনুচ্ছেদ প্রতিস্থাপন কীভাবে সংবিধান পরিপন্থী

নিজস্ব প্রতিবেদক

বাহাত্তরের ৯৬ অনুচ্ছেদ প্রতিস্থাপন কীভাবে সংবিধান পরিপন্থী

আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়। আমরা পূর্ণাঙ্গ রায় পাওয়া পর্যন্ত অপেক্ষা করব।’ গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমার প্রশ্ন, ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন করাটা কীভাবে সংবিধান পরিপন্থী হয় সেটা বুঝতে পারছি না।’ উচ্চ আদালতের রায়ে সংসদের সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ন হলো কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, ‘রায়ে আপিল বিভাগ শুধু আপিল খারিজ করে দিয়েছে। পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত প্রশ্নের জবাব দেওয়া যাবে না। তবে আমার কাছে সব সময় প্রশ্ন থাকবে, ’৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন কীভাবে সংবিধান পরিপন্থী হয়।’ আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৬ অনুচ্ছেদে যে কথাগুলো বলা আছে, সারা বিশ্বের গণতান্ত্রিক ও উন্নত দেশগুলোয় সে বিষয়গুলো আছে। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা— জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করব।’

সর্বশেষ খবর