মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঢাকার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায় ইয়াংগুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে মিয়ানমার। রবিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আলোচনায় দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার কথা বলেছেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন তিন দিনের সফরে রবিবার ঢাকায় আসেন। এদিনেই তিনি  পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা উল্লেখ করেছেন, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে তার দেশের সরকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ও সীমান্তরক্ষী কর্মকর্তাদের আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। থং তুন মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলে রাখাইন রাজ্যের প্রধান দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা কমবে, যা চূড়ান্তভাবে সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।আস্থা ও পারস্পরিক স্বার্থের বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কোন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। এ ক্ষেত্রে কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে খোলামেলা আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে প্রতিবেশী দুই দেশের মধ্যে আলোচনা শুরুর গুরুত্বের বিষয়টিও স্বীকার করেছেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর