বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রকল্প নিয়ে ওয়াসার বোর্ডসভায় হৈচৈ

নিজস্ব প্রতিবেদক

ওয়াসার ঢাকা ইনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের কাজে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৯০০ কোটি টাকা বেশি চাওয়া ‘ডিগ্রিমেন্ট-ওটিভি জেভি’ নামের প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া নিয়ে গতকাল ওয়াসার বোর্ডসভায় হৈচৈ হয়েছে।

জানা গেছে, প্রকল্প পরিচালক ৯০০ কোটি টাকা বৃদ্ধি সম্পর্কে তথ্য উপস্থাপন করতে না পারায় অনুমোদনে দ্বিমত করেন বোর্ড সদস্যরা। ফলে দ্বিতীয়বারের মতো বোর্ডসভা থেকে প্রত্যাখ্যাত হয় বিতর্কিত এ প্রকল্প। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসা বোর্ডের এক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ প্রকল্প পাসের জন্য ওয়াসা বোর্ডে ওঠানো হয়। বোর্ডের ১৩ সদস্যের মধ্যে ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ নয়জন উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৯০০ কোটি টাকা বাড়তি চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় প্রকল্প পরিচালককে। কিন্তু তিনি এ বিষয়ে সদুত্তর দিতে না পারায় বোর্ডের উপস্থিত পাঁচ সদস্য প্রকল্পের কাজ এ প্রতিষ্ঠানকে দিতে অসম্মতি জানান। কিন্তু ব্যবস্থাপনা পরিচালকসহ আরও দুজন সদস্য এর পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপনের চেষ্টা করেন। উপযুক্ত তথ্য-প্রমাণ হাজির করতে না পারায় প্রকল্পটি ওয়াসা বোর্ডে পাস হয়নি। আগামী মঙ্গলবার এ বিষয়ে বোর্ডসভায় আলোচনার জন্য দিন নির্ধারণ করা হয়।’ অভিযোগ আছে, প্রকল্প দরপত্রের অনেক শর্ত পূরণ না করা সত্ত্বেও এ প্রতিষ্ঠানকে কাজ দিতে উঠেপড়ে লেগেছেন ওয়াসার কিছু কর্মকর্তা। এ ব্যাপারে ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলব না। আপনারা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলুন।’ প্রসঙ্গত, এ প্রকল্পের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে গত বছরের ২০ নভেম্বর দরপত্র পুনর্মূল্যায়নের জন্য সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) আবেদন করে ‘ভা টেক ওয়াবাগ লিমিটেড-টেকনিকাস রিইউনিডাস জেভি’। এ অভিযোগের বিষয়ে ওয়াসা এবং অভিযোগকারী প্রতিষ্ঠানের বক্তব্য বিশ্লেষণ এবং তদন্ত শেষে সিপিটিইউ ৭ ডিসেম্বর দুজন দাতার দরপত্র পুনর্মূল্যায়নের রায় দিলেও তা মানছে না ওয়াসা।

সর্বশেষ খবর