মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিলেটে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১

পাবনায় আহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও পাবনা প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে গতকাল আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কর্মী নিহত হয়েছেন। নিহত খালেদ আহমদ লিটু (২৩) বহিরাগত বলে জানিয়েছে পুলিশ। এদিকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপে সংঘর্ষ বাধে। এ সময় শ্রেণিকক্ষের ভিতর খালেদ আহমদ লিটুকে মাথায় গুলি করে হত্যা করা হয়। লিটু পাভেল গ্রুপের কর্মী ছিলেন। বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার জানান, সকালে কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর লিটুসহ একপক্ষ শ্রেণিকক্ষে বসেছিল। হঠাৎ গুলির শব্দ শুনে পুলিশ গিয়ে লিটুর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুম আহমদ জানান, মাথায় গুলি লেগে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। লিটু হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। লাশ ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পাবনা সদর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, পাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সম্পাদক ওয়ালী উল্লাহ গ্রুপের সঙ্গে সহসভাপতি আরাফাত গ্রুপের ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে গতকাল ভোরে আরাফাতের লোকজন শান্তর এক কর্মীকে মারধর করে। সকাল ১০টার দিকে উভয় গ্রুপ ক্যাম্পাসে এলে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বাধে। ইটের আঘাতে আহত হন কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরাফাত হোসেন বলেন, ‘বর্তমান ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে নানা অপকর্ম করছে। প্রতিবাদ করলেই আমাদের ওপর চড়াও হয়। আমার রুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’ শাহেদ সিদ্দিকী শান্ত বলেন, ‘তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা সবসময় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলার পক্ষে।’ বিশ্ববিদ্যালয় প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় জানান, উভয় গ্রুপের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হলে দোষী ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর