শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

উদ্যোক্তা বিনিয়োগ ভিসা বাতিল ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

উদ্যোক্তা বিনিয়োগ ভিসা বাতিল ট্রাম্পের

মাত্র আড়াই লাখ ডলার বিনিয়োগ ঘটিয়ে কমপক্ষে ৫ আমেরিকানের চাকরির সুযোগ সৃষ্টি হয়— এমন বিনিয়োগকারীকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের নির্দেশে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট গত সপ্তাহে এ নির্দেশ জারি করেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা নিত্য-নতুন আইডিয়াসম্পন্ন বিদেশিদের যুক্তরাষ্ট্রে আনার কৌশল হিসেবে এক নির্বাহী আদেশে এমন ব্যবস্থা চালু করেছিলেন। এরফলে বছরে কমপক্ষে ৩ হাজার বিদেশীর আগমণ ঘটেছে বিভিন্ন রাজ্যে। তারা সকলেই ব্যবসা-বাণিজ্য করছেন। এরমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি-উদ্যোক্তাও রয়েছেন বলে অভিবাসন নিয়ে কমর্রত এটর্নীরা এনআরবি নিউজকে জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্টের সময়ে চালু আরো অনেক কর্মসূচির মত বিজনেস ভিসার এই কর্মসূচিও বাতিল করা হলো। ওবামার এই নির্দেশের পরিপ্রেক্ষিতে চালু সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড সামনের বছরের মার্চের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে বলেও যুক্তরাষ্ট্র সিটিজেনশিপ এ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস)’র সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর