শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় পাচার হওয়া ১৪ বাংলাদেশি উদ্ধার

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে মালয়েশীয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তারা এক পাচারকারীকেও গ্রেফতার করেছে।

মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের খবরে জানানো হয়েছে, মালয়েশিয়ার আমপাং শহরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বাংলাদেশিদের উদ্ধার করে। অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলি জানিয়েছেন,  গোপন তথ্য পাওয়ার পর সেপশাল অপারেশন্স ইন্টেলিজেন্স ডিভিশন টিম আমপাং এলাকার একটি বাড়িতে (স্থানীয় সময় গতকাল) ভোর ৫ টার দিকে অভিযান চালায়। সেখানে তারা দুটি রুমের মধ্যে ১৪ জনকে আবদ্ধ অবস্থায় পায়। অভিযানে ওই চক্রের বাংলাদেশি দালালকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ১৪ বাংলাদেশি নাগরিক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত অপর তিন বাংলাদেশি দালালের কবলে পড়েছিলেন। তিনি আরও জানান, ওই বাড়ি থেকে উদ্ধারকৃত বাংলাদেশিদের ২০টি মুঠোফোন ও এক এজেন্টের কাছ থেকে ২৮ হাজার ৫০০ রিঙ্গিত (৫,৩৬,৫০০ টাকা) উদ্ধার করা হয়েছে। মুস্তাফার আলি বলেন, আমাদের ধারণা এই চক্রটি একটি অভিবাসী চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত, যেটি গত ডিসেম্বরে ভেঙে দেওয়া হয়েছিল। গ্রেফতার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে আরও চক্রের সন্ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

 

সর্বশেষ খবর