শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীদের ভারতে ভিসায় দুর্ভোগ নেই

কূটনৈতিক প্রতিবেদক


শিক্ষার্থীদের ভারতে ভিসায় দুর্ভোগ নেই

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারতের ভিসা প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে। বিশেষভাবে শিক্ষার্থীদের ভিসা নিতে এখন আর দুর্ভোগ পোহাতে হয় না। তা ছাড়া প্রতিবেশী হওয়ায় যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা রয়েছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার। ‘অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড’ এবং ‘এ টু জেড স্টাডি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় সার্বিক সহযোগিতা দিচ্ছে ভারতের হাইকমিশন। হাইকমিশনার বলেন, ‘ভালো ক্যারিয়ার ও উন্নত জীবনযাপনের জন্য চাই ভালো শিক্ষা। ভারতের স্কুল-কলেজের শিক্ষা উন্নতমানের। সারা বিশ্বে এর সুনাম রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র বাংলাদেশের শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারে।’ তিনি বলেন, ভারত ও বাংলাদেশের ৭০ ভাগ মানুষের বয়স ৪০ বছরের নিচে। এ তরুণ প্রজন্ম প্রতিদিন চাকরির বাজারে ঢুকছে। প্রতিনিয়ত চ্যালেঞ্জ বাড়ছে। তাই উন্নত যুবসমাজ গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বলিয়া, এ টু জেড স্টাডির সিইও শামিম হোসেন। এবারের মেলায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ ও আবাসিক স্কুল অংশ নিচ্ছে। এর মূল উদ্দেশ্য ভারতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের সহজে সঠিক তথ্য দেওয়া। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আজ মেলা শেষ হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ মেলা।

সর্বশেষ খবর