শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে মতিন খসরু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে মতিন খসরু

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে আবদুল মতিন খসরুকে। তিনি আগে দলের আইন সম্পাদক ছিলেন। আর নতুন আইন সম্পাদক করা হয়েছে শ ম রেজাউল করিমকে। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। তিনি বলেন, গত অক্টোবর মাসে ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা তাদের মনোনীত করেছেন। বিষয়টি আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি। অন্যদিকে শ ম রেজাউল করিম বর্তমানে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য। তিনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। পেশাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলার আইনজীবী ছিলেন তিনি। এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি : এদিকে জাতীয় সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পরে আজ ঘোষণা হতে যাচ্ছে মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। আজ (শনিবার) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, প্রায় ১৪ বছর পর গত মার্চের সম্মেলনে মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদা বেগম ক্রিক।

সর্বশেষ খবর