শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রথম দিনে হজযাত্রীদের নিয়ে দুটি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এর মধ্যে একটি বাংলাদেশ বিমান ও অপরটি সৌদিয়া এয়ারলাইন্সের। এ দুই ফ্লাইটে ৮১৯ জন হজযাত্রী ছিলেন। এ ছাড়া ঢাকা ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। গতকাল সকাল  ৮টায় (বিজি-১০১১) ৪১৯ জন ব্যালটি হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে। জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে বাংলাদেশ সময় গতকাল দুপুর পৌনে ১২টায় অবতরণ করে। এদিকে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজে ৪০০ জন ননব্যালটি হজযাত্রী নিয়ে গতকাল রাত পৌনে ১১টায় দ্বিতীয় ফ্লাইট ঢাকা ছাড়ে। দ্বিতীয় ফ্লাইট আজ সকালে জেদ্দায় অবতরণ করার কথা। এর আগে প্রথম ফ্লাইটের যাত্রার প্রাক্কালে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান উড়োজাহাজে গিয়ে হজযাত্রীদের বিদায় জানান। এবারের সর্বশেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে আগামী ২৬ আগস্ট। এ ছাড়া হাজীদের নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর বিমানের ফিরতি ফ্লাইট সৌদি আরবের জেদ্দা ছাড়বে। ফিরতি সর্বশেষ হজ ফ্লাইট আগামী ৫ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। এর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ৬৩ হাজার ৫০০ হজযাত্রী পরিবহন করবে। এবার প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক দুটি ব্যাগ ও একটি হাতব্যাগ বহন করতে পারবেন। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে দুটি ব্যাগের ওজন ৫৬ কেজির বেশি হতে পারবে না। অন্যদের ক্ষেত্রে দুটি ব্যাগের ওজন ৪৬ কেজির বেশি হতে পারবে না।

সর্বশেষ খবর