মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কোনো দুর্যোগের কাছে পরাজয় মানতে রাজি নয় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

কোনো দুর্যোগের কাছে পরাজয় মানতে রাজি নয় বাংলাদেশ

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় নরওয়ের রাষ্ট্রদূত

‘কোনো দুর্যোগের কাছে বাংলাদেশ পরাজয় মানতে রাজি নয়, বরং এ দেশের জনগণ বেশ ভালোভাবেই দুর্যোগের বিরুদ্ধে লড়াই করছেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন। গতকাল ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ প্রতিদিনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয়টি গণমাধ্যমের কার্যালয় পরিদর্শন করেন। তিনি বাল্যবিয়ে, শিশুশ্রম, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সাধারণ নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন নরওয়ের রাষ্ট্রদূত। সিডসেল ব্লিকেন জনগণের জীবনমানের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের চমৎকার সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই ও লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে বাংলাদেশ দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এ সময় তিনি বলেন, ‘যে কোনো সমাজের সমন্বিত অগ্রগতির জন্য বাল্যবিয়ে অবশ্যই বন্ধ করতে হবে।’ রাষ্ট্রদূত বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশের জনগণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশ আগে থেকেই সাফল্য দেখাচ্ছেন। কোনো দুর্যোগের কাছে তারা পরাজয় মানতে রাজি নন, বরং তারা বেশ ভালোভাবেই দুর্যোগের বিরুদ্ধে লড়াই করছেন।’ মিডিয়া কমপ্লেক্স পরিদর্শনের শুরুতে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও নির্বাহী সম্পাদক মোস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। ডেইলি সান কার্যালয়ে সান সম্পাদক এনামুল হক চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি। নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সিডসেল ব্লিকেন পরে রেডিও ক্যাপিটাল ও নিউজ টোয়েন্টিফোরকে আলাদাভাবে সাক্ষাৎকার দেন, যা সরাসরি সম্প্রচারিত হয়।

সর্বশেষ খবর