মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফুলের তোড়া চান না মোদি

ফুলের তোড়া চান না মোদি

রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতে ফুলের তোড়া দেওয়ার রীতি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং এটা একটি রীতিও বটে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকারদের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে যেন ফুলের তোড়া না দেওয়া হয়। ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সপ্তাহে রাজ্যগুলোকে জানিয়েছে, ‘ভারতের ভিতর প্রধানমন্ত্রী যখন সফর করবেন, তাকে আর ফুলের তোড়া দেবেন না। প্রধানমন্ত্রী আশা করেন, একটি ফুলের সঙ্গে ‘খাদি কাপড় বা হাতে বোনা রুমাল অথবা একটি বই’ দেওয়া যেতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত জুনে এক রেডিও অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথম তার এ আগ্রহের কথা প্রকাশ করেন। ওই অনুষ্ঠানে মোদি বলেছিলেন, ফুলের তোড়া খুব অল্প সময়েই নষ্ট হয়ে যায়। আপনি হাত দিয়ে এটি নিলেন, এরপর রেখে দিলেন। এখানেই শেষ। কিন্তু আপনি যখন বই উপহার দেবেন, তখন এটি ওই পরিবারের ও গৃহস্থালীর অংশ হয়ে যাবে।’ তবে বিশ্লেষকেরা বলছেন, খাদি কাপড়ের শিল্পকে উজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর এ প্রচার মহাত্মা গান্ধীর ‘স্বদেশী’ যুগের প্রেরণা ফিরিয়ে আনতে পারে। সেই আন্দোলনের চেতনা ভারতের স্বনির্ভরতার প্রেরণা হয়ে ওঠেছিল। এখনো জাতীয়তাবাদের প্রতীক হিসেবে খাদিশিল্প ভারতে টিকে আছে। ভারতীয় স্বনির্ভরতার প্রেরণা যুগিয়ে খাদিশিল্প এখন ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক। এ ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, অভাবী মানুষদের কাজের সুযোগ করে দিতে খাদি কাপড় উপহার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর