রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জিয়ার সরকার অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ

নিজস্ব প্রতিবেদক

জিয়ার সরকার অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, জিয়াউর রহমানের শাসন আমল অবৈধ হওয়ার প্রশ্নই ওঠে না। জিয়ার আমল অবৈধ হলে আওয়ামী লীগ বৈধ হয় কীভাবে? তাহলে তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও অবৈধ। কারণ ’৭৫ সালে একদলীয় বাকশাল কায়েমের মধ্য দিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগকেও ব্যান্ড (বাতিল) করা হয়েছিল। জিয়া সরকারে এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় আওয়ামী লীগ। গতকাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী আহমেদ, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, হাবিব-উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, গোলাম সরোয়ার, ইয়াসিন আলী, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, ঢাকা মহানগর দক্ষিণের এস এম জিলানী, নজরুল ইসলাম, রফিক হাওলাদার, উত্তরের ফখরুল ইসলাম রবিন ও গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ উপস্থিত ছিলেন। আগের দিন শুক্রবার ওবায়দুল কাদের বলেছিলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জিয়াউর রহমানকে ‘অবৈধ ক্ষমতা দখলকারী’ বললেও মির্জা ফখরুল এ বিষয়ে নিশ্চুপ রয়েছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানান। এর জবাবে মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের শাসন আমলকে কেউ যদি অবৈধ বলেন তাহলে তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও অবৈধ। মির্জা ফখরুল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের মূল বিষয় থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে ক্ষমতাসীনরা জিয়াউর রহমানের শাসনামলের প্রসঙ্গ টেনে আনার কৌশল নিয়েছে। রায় পরিবর্তনে আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করে তার নিন্দাও জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার দায়িত্ব কমিশনের নয় বলে সিইসি কে এম নূরুল হুদার বক্তব্যেও আপত্তি জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের ত্রাণ বিতরণে সরকার সচেষ্ট নয় বলেও অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে আমরাই প্রথম কাজ করছি। সরকার কাজ না করে শুধু মুখের জোরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা আমার কথা নয়, বন্যার্ত মানুষের কথা— এ সরকার দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ।

সর্বশেষ খবর