রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ব্রিটিশ হাই কোর্টে বাংলাদেশি বিচারক

প্রতিদিন ডেস্ক

ব্রিটিশ হাই কোর্টে বাংলাদেশি বিচারক

বিশ্বে আইন-আদালতের তীর্থস্থান হিসেবে পরিচিত যুক্তরাজ্যের হাই কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরী। রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে গতকাল ঘোষণা করা হয়েছে।  আগামী ২ অক্টোবর থেকে তার নিয়োগ কার্যকর হবে। এটাই ব্রিটিশ হাই কোর্টে প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশির নিয়োগ। এর আগে ২০১৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত স্বপ্নারা খাতুনকে সার্কিট জাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার দায়িত্ব ছিল ক্রাউন অ্যান্ড ফ্যামিলি কোর্টের মামলার শুনানি করা। আখলাকুর রানীর বেঞ্চ ডিভিশনে দায়িত্ব পালন করবেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আখলাকুর রহমান চৌধুরী এখন থেকে  ‘দ্য অনারেবল মিস্টার জাস্টিস চৌধুরী’ নামে পরিচিত হবেন। তিনি ১৯৯২ সালে বারে যোগ দিয়েছিলেন।  পরে ২০০৯ সালে তাকে রেকর্ডার হিসেবে নিয়োগ  দেওয়া হয়েছিল। ২০১৬ সালে তাকে হাই কোর্টের ডেপুটি জাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন তিনি এটর্নি জেনারেলের অ্যাপ্রুভড কাউন্সিলের প্যানেল সদস্য ছিলেন। সেখানে তিনি পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থাকে মানবাধিকার থেকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ খবর