সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরিকল্পনামন্ত্রীর হস্তক্ষেপ চান চট্টগ্রামের মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিকল্পনামন্ত্রীর হস্তক্ষেপ চান চট্টগ্রামের মেয়র

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমাতে সরকারের পরিসেবা সংস্থাগুলোকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কাজ পরিচালনায় বাধ্য করতে পরিকল্পনামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা পরিপত্রের নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা চেয়ে আ হ ম মুস্তফা কামালের কাছে সম্প্রতি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে বলা  হয়েছে, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের অবকাঠামোয় (রাস্তা, ড্রেন, কালভার্ট ও ব্রিজ) বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক নিজস্ব উন্নয়ন প্রকল্প গ্রহণের পূর্বে সিটি করপোরেশনকে অবগতকরণ ও ছাড়পত্র গ্রহণের বিষয়ে আপনার সহৃদয় সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।’

সর্বশেষ খবর