রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৭ অক্টোবর সংবর্ধনার আয়োজন

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৭ অক্টোবর শনিবার সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত তাকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর শেখ হাসিনা সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন। পরে প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় যান। সেখানে অবস্থানকালে ২৫ সেপ্টেম্বর স্থানীয় হাসপাতালে তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। অস্ত্রোপচারের কারণে তার দেশে ফেরা পিছিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ অক্টোবর সংবর্ধনার প্রস্তুতি নিতে গতকাল বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকালেও অনির্ধারিত প্রস্তুতি সভা করা হবে। এ ছাড়া আগামী মঙ্গলবার দলের কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরীর নেতাদের বৈঠক ডাকা হবে। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অসীম কুমার উকিল, খালিদ মাহমুদ চৌধুরী, দেলোয়ার হোসেন, শামসুন্নাহার চাঁপা, আমিনুল ইসলাম আমিন প্রমুখ। এর আগে গত বুধবার সন্ধ্যায় দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের প্রেসিডিয়াম, সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে পৃথক বৈঠকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর