শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ষোড়শ সংশোধনীর রিভিউ ৩০ দিনের মধ্যে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রায়ের কপি আমরা পেয়েছি। এটি ৭৯৯ পাতার জাজমেন্ট এবং প্রতিটি লাইন অত্যন্ত ইম্পোর্টেন্ট। আমরা চেষ্টা করব ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে।

গতকাল রাজধানীর একটি হোটেলে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) মধ্যে লেজিসলেটিভ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বিষয়ে সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের পক্ষে যুগ্ম সচিব শাহেদ আহমেদ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) অ্যাক্টিং কান্ট্রি ম্যানেজার এহসানুল আজিম সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আনিসুল হক প্রধান বিচারপতির ছুটি প্রসঙ্গে বলেন, ছুটি নেওয়া, তা বাড়ানো এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রধান বিচারপতি এস কে সিনহার চাওয়া অনুযায়ী সরকারের প্রজ্ঞাপন হয়েছে। তিনি এ নিয়ে ‘রাজনীতি’ না করার আহ্বান জানান। তিনি বলেন, বিচারপতি সিনহার ছুটির বিষয়ে প্রজ্ঞাপনে অতিরিক্ত কিছু বলা হয়নি, প্রধান বিচারপতি যা চেয়েছেন তাই প্রজ্ঞাপনে প্রতিস্থাপন করা হয়েছে। বিএনপির অভিযোগের বিষয়ে আনিসুল বলেন, প্রধান বিচারপতি চিঠি লিখে ছুটি নিয়েছেন তার অসুস্থতার কারণ বলে। এটিকে রাজনীতিকীকরণ করা হচ্ছে। আমি মনে করি, তারা তো আন্দোলন করার কোনো পয়েন্ট পায় না, চেষ্টা করে খড়কুটো ধরে আন্দোলনটা যদি করা যায়।

সর্বশেষ খবর