শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

খালেদা জিয়াকে হেনস্তা করছে সরকার

------ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ও মানসিকভাবে হেনস্তা করছে সরকার। এ জন্য সব শক্তি প্রয়োগ করছে তারা। প্রতিহিংসা চরিতার্থ করতে আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লাগাতারভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে।’ বিএনপি প্রধানের বিরুদ্ধে আরও তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গতকাল

এক বিবৃতিতে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে পর্যুদস্ত করতে পারলেই দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকার মনোবাঞ্ছা পূরণ হবে ভেবেই সরকার নানা কারসাজিতে মেতে উঠেছে। গণতন্ত্রকে চিরদিন বন্দী করে রাখাই উদ্দেশ্য। দেশে অস্থিরতা, বিভেদ ও বিভাজনের পরিবেশ জিইয়ে রাখা হচ্ছে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সরকার হতাশ ও দিশাহারা হয়ে  গেছে।

এ কারণেই প্রধান বিচারপতিকে দেশ থেকে বিতাড়নের কুপন্থা অবলম্বন করা হয়েছে। সামগ্রিকভাবে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষুব্ধতা তীব্র আকার ধারণ করেছে।’

তিনি বলেন, ‘জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে  দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার ধারাবাহিকভাবে মিথ্যা মামলায়  গ্রেফতারি পরোয়ানা জারি করছে। এই আক্রোশমূলক  গ্রেফতারি পরোয়ানা জারিতে দেশবাসী ক্ষুব্ধ ও স্তম্ভিত। পৃথিবীর ইতিহাসে প্রতিহিংসার পরিণতি হয় অস্বাভাবিক। এটি দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করে রাজনৈতিক সমাধান হবে না, বরং  দেশকে নিয়ে যাওয়া হবে চরম নৈরাজ্যের দিকে। অবিলম্বে তার মিথ্যা অভিযোগে মামলা ও  গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমার নামে কতিপয় অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারণায় লিপ্ত রয়েছে। ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছিল, যার সঙ্গে আমার আদৌ কোনো সংশ্লিষ্টতা  নেই। আমি আমার নামে খোলা এ ধরনের ভুয়া ও মিথ্যা  ফেসবুক আইডি সম্পর্কে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’

সর্বশেষ খবর