সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চাই আন্তর্জাতিক আইনে মামলা

—বিচারপতি শামসুল হুদা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কক্সবাজার

বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা বলেছেন, মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং হচ্ছে- তার জন্য আন্তর্জাতিক আইনে মামলা করা হবে। এ জন্য মিয়ানমারের কাছে ক্ষতিপূরণ দাবি করা হবে। গতকাল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মিয়ানমারে যে বর্বরতা হয়েছে, তার প্রকৃত তথ্য উদঘাটন করার কাজ শুরু হয়েছে। যারা গণহত্যাসহ নানা নির্যাতন করেছে- তাদের যেমন বিচার চাইব, তেমনি কোনো গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদেরও বিচার চাওয়া হবে। গত দুই দিন কক্সবাজারের উখিয়ায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী উদ্বাস্তু রোহিঙ্গাদের জবানবন্দি নিয়ে নাগরিক কমিশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। কমিশনের চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো নেটওয়ার্ক তৈরি হচ্ছে কিনা- তার জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। আমাদের দেশের পরিবেশ পরিস্থিতির যেন ভারসাম্য বজায় থাকে, সেদিকেও নজর দিতে হবে। লিখিত বক্তব্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, আমরা কোনো লবিং বা প্রেসার নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গার বিষয়ে কাজ করছি না। রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারের ঘটনার অনেক তথ্য আমরা পেয়েছি। এসব তথ্য আন্তর্জাতিক সংস্থার কাছে দেওয়া হবে। এসব তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে মামলা করার চেষ্টা করব। ৫টি প্রস্তাবনা আনা হবে। এর পরিপ্রেক্ষিতে ৫টি বিষয় নিয়ে কাজ করবে নাগরিক কমিশন। পরবর্তীতে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে। লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিচারপতি মো. নিজামুল হক, সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল আনোয়ার, মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদ, মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মাদ আলী শিকদার, মমতাজ লতিফ, ব্রিটিশ সমাজকর্মী জুলিয়ার্স ফ্রান্সিস প্রমুখ।

সর্বশেষ খবর