সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাজনীতির লোক যেন পর্যবেক্ষক না হয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতির লোক যেন পর্যবেক্ষক না হয়

রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন নির্বাচন পর্যবেক্ষক হতে না পারেন— সে বিষয়ে সতর্ক থাকতে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে সিইসি এ আহ্বান জানান। বৈঠকের সূচনা বক্তব্যে পর্যবেক্ষকদের উদ্দেশ্যে সিইসি কে এম নূরুল হুদা বলেন, রাজনৈতিক কোনো ব্যক্তি যেন নির্বাচন পযবেক্ষক হিসেবে নিয়োগ না পান— সে বিষয়ে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি পর্যবেক্ষকদের ‘পক্ষপাতহীন ও নিরপেক্ষভাবে’ দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাদের দায়িত্ব পালনকালে সামগ্রিকভাবে ভোট কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়— সে দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেন। সিইসি বলেন, আমরা আপনাদের পরামর্শ নিচ্ছি। যাদের নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে পাঠাবেন, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন বলে আশা করি।

সর্বশেষ খবর