বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
প্রথম টি-২০ আজ

সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি-২০ আজ। খেলা শুরু হবে রাত ১০টায় ব্লুমফন্টেইনে। এই মাঠে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ‘অপয়া’ ভেন্যুতেই আবার আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই সাকিব আল হাসানের অধিনায়ক হিসেবে আবার যাত্রা শুরু হচ্ছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে মুশফিকুর রহিমের বাংলাদেশ ব্যর্থ হয়েছে, ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ ব্যর্থ, সাকিব আল হাসানের নেতৃত্বে টি-২০তে কি ভাগ্য বদলাবে? এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে দুটি দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি বাংলাদেশে। সবকটি ম্যাচেই হেরেছে টাইগাররা। তবে আজ জয়ের জন্য মরিয়া বাংলাদেশ। যদিও সেরা পেসার মুস্তাফিজুর রহমান এবং সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। দুজনই ইনজুরির কারণে টি-২০ সিরিজ থেকে ছিটকে পড়েছেন। ইনজুরিতে পড়েছেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। তিনি খেলতে পারবেন না এই সিরিজ। তার পরিবর্তে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। ডু প্লেসিস না থাকলেও দক্ষিণ আফ্রিকা দলের শক্তিমত্তা এতটুকুও কমেনি। এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, হাশিম আমলার মতো তারকা ব্যাটসম্যান রয়েছেন দলে। তবে মুস্তাফিজ-তামিমকে হারিয়ে বিপাকেই পড়েছে বাংলাদেশ। এই খর্ব শক্তির দল নিয়েই আজ লড়াই করবেন সাকিব আল হাসান।

সর্বশেষ খবর