শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিপিএলে জুয়াড়ি তিন দেশের ৭৭ জন গ্রেফতার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে সারা দেশেই চলছে জমজমাট জুয়া। গতকাল বিপিএল চলাকালীন শেরেবাংলা স্টেডিয়াম থেকে ৭৭ জুয়াড়িকে ধরে পুলিশে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এদের মধ্যে ৬৫ জন বাংলাদেশের, ১০ জন ভারতীয় এবং দুজন পাকিস্তানি নাগরিক। গতকাল রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

স্টেডিয়ামে খেলা দেখার সময় তারা অনলাইনে জুয়ায় মেতে উঠেছিলেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বলেন, ‘বিপিএল নিয়ে সারা দেশেই কিছু লোক জুয়ায় মেতে উঠেছেন। এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পারা যাচ্ছে না। মাঠের বাইরে দু-একজন যদি খেলা নিয়ে জুয়া খেলে সেটা প্রতিরোধ করা কঠিন। এ নিয়ে আইন না থাকায় আমরাও কিছু করতে পারছি না। তাই আমরা তাদের পুলিশে সোপর্দ করে দিই। পরে পুলিশ তাদের অল্প শাস্তি দেয় হয় তো। তবে মাঠের মধ্যে কেউ কিছু করলে আমরা তাদের আটক করতে পারি।’ মল্লিকের দাবি, ‘ঢাকায় বিপিএল চলাকালে এ পর্যন্ত ৬৫ বাংলাদেশি, ভারতের ১০ ও পাকিস্তানের দুই জুয়াড়িকে ধরে থানায় দিয়েছি। কিন্তু শক্ত আইন না থাকায় তারা শাস্তি পাচ্ছেন না। পুলিশ হয় তো তাদের থানায় নিয়ে এক-দুই দিন রাখতে পারে। তারপর তারা জামিন নিয়ে বেরিয়ে আসেন। আমরা চেষ্টা করছি স্টেডিয়ামে যেন কোনোভাবেই জুয়াড়িরা প্রবেশ করতে না পারেন।’ পাড়ার মোড়ে, অলিগলিতে চলছে জুয়া। প্রতি ওভার এমনকি প্রতি বলেও বাজি ধরেন তারা। বিপিএলের ম্যাচ চলাকালীন প্রতিটি বলের মাঝে যেটুকু সময় থাকে, তারই ফাঁকে অনলাইনে জুয়া খেলা হয়— এমন তথ্য দিয়েছেন মল্লিক। তিনি বলেন, ‘মূলত তারা অনলাইনে জুয়া খেলেন। বিভিন্ন জুয়ার সাইটে মাঠে বসেই জুয়া খেলেন। প্রতিটা বল করতে যেটুকু সময় লাগে তার মাঝেই এই কাজটা করেন তারা। প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, তাই এদের ধরা বেশ কঠিন। তবু আমরা এদের খুঁজে বের করছি যতটা সম্ভব।’ এর আগে বিপিএল নিয়ে বাজি ধরার জেরে রাজধানীর বাড্ডায় বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন হন। তারপরই বিষয়টি নিয়ে আরও সতর্ক হয়েছে বিসিবি।

সর্বশেষ খবর