শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
কারখানা স্থানান্তরের প্রতিবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের পাঁচ ঘণ্টা বিক্ষোভ-অবরোধ

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে পোশাক শ্রমিকদের পাঁচ ঘণ্টা বিক্ষোভ-অবরোধ

রাজধানীর মিরপুরে গতকাল কারখানা স্থানান্তরের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ-অবরোধ করেন পোশাকশ্রমিকরা —বাংলাদেশ প্রতিদিন

পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে গতকাল বিক্ষোভ করেছে ট্রাস্ট ট্রাউজারের শ্রমিকরা। বিক্ষোভকালে তারা রাজধানীর মিরপুর-১২ এর চৌরঙ্গী মোড় সড়ক অবরোধ করে। ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টা পর মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক থেকে তারা অবরোধ তুলে নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টায় পোশাক কারখানা ট্রাস্ট ট্রাউজারে গিয়ে তালা ঝুলতে দেখেন শ্রমিকরা। এরপর তারা বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ডের কাছে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সকাল ১০টায় তারা বাসস্ট্যান্ডের সামনের সড়ক অবরোধ করেন। এতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত  ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। তারা কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালান। জানা গেছে, ট্রাস্ট ট্রাউজারের কারখানাটি মোহাম্মদপুরে এলাকায় স্থানান্তর করার কথা। এর বেশিরভাগ শ্রমিক থাকেন মিরপুরে। কারখানা সরানোর আগে বকেয়া বেতনসহ ক্ষতিপূরণ দাবি করেন শ্রমিকরা। তা না হলে কারখানা সরানো যাবে না- বলে তারা বিক্ষোভ করতে থাকেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই কারখানা স্থানান্তর করবে ট্রাস্ট ট্রাউজার কর্তৃপক্ষ। এ আশ্বাসে শ্রমিকরা তাদের আন্দোলন স্থগিত করে। আজ সকাল ১০টায় শ্রমিকদের সঙ্গে মালিকদের আবারও আলোচনায় বসার কথা।

সর্বশেষ খবর