শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় সমাবেশ নির্দিষ্ট কোনো দলের নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সমাবেশ নির্দিষ্ট কোনো দলের নয় : কাদের

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত নাগরিক সমাবেশস্থল গতকাল পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের —বাংলাদেশ প্রতিদিন

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ  ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসেবে  স্বীকৃতি পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ কোনো নির্দিষ্ট দলের নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সমাবেশস্থল পরিদর্শনে এসে সেতুমন্ত্রী বলেন, ৭ মার্চ মানেই স্বাধীনতা। বঙ্গবন্ধু ৭ মার্চে যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন সেটাই ছিলা স্বাধীনতার একমাত্র ঘোষণা। কাজেই সে দিক থেকে সমাবেশটি সবার জন্য যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বিশ্বাস করেন তারা সবাই আগামীকাল (আজ) যে নাগরিক সমাবেশ হবে তাতে যোগ দেবেন। কারণ এই সমাবেশ সবার সমাবেশ এটি কোনো বিশেষ দলের সমাবেশ নয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সবাই আসবে। এ সমাবেশ বিএনপির পাল্টা সমাবেশ কি না—এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা পাল্টা সমাবেশ না, আমরা বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি করি না। বিএনপি প্রয়োজন মনে করলে পাল্টাপাল্টি করবে, সেটা তাদের ব্যাপার। সাংবাদিকদের কাদের বলেন, আপনারা এটা পাল্টাপাল্টি ভাববেন কেন? আমরা এমন মনে করি না। এটা ৭ মার্চের স্বীকৃতির সেলিব্রেশন। সমাবেশ থেকে কী ধরনের বার্তা আসতে পারে প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এখানে সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, প্রধান অতিথি বাঙালির বিশ্বাসের প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কী বলবেন বা বার্তা দেবেন, সেটা বলার ধৃষ্টতা আমি কেন দেখাব?। ইউনেস্কোতে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতির জন্য প্রস্তাব উত্থাপনকারী শিক্ষক রাবেয়া খাতুনকে সমাবেশে নিমন্ত্রণ করা হবে কি না— জানতে চাইলে কাদের বলেন, সবাইকে চিঠি দেওয়া হচ্ছে, আজও চিঠি যাবে। আমার মনে হয় ভাষণটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের বুঝতে হবে। আমি প্রস্তাব দিলাম, তাতে কি আমি স্বীকৃতি পেলাম? সমাবেশে জনসমাগম কেমন হবে বলে আশা করছেন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ মার্চ কেবল আওয়ামী লীগের সমাবেশ ছিল না। তেমনি কালকের (আজ) সমাবেশেও সবাই আসবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সবাই আসবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশীদ, আওয়ামী লীগের জাহাঙ্গীর কবীর নানক, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, মির্জা আজম, সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাওছার ও ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

সর্বশেষ খবর