শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘের নিরাপত্তায় রোহিঙ্গাদের ফেরত

নিজস্ব প্রতিবেদক, যশোর

জাতিসংঘের নিরাপত্তায় রোহিঙ্গাদের ফেরত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম বলেছেন, জাতিসংঘের কড়া নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন করা হয়েছে তা যে কোনো প্রাচীন অন্ধকারাচ্ছন্ন যুগকেও হার মানিয়েছে। খুনি সেনাপ্রধানের পক্ষে একের পর এক সাফাই গেয়ে চলায় অং সান সু চির নোবেলকে  প্রত্যাখ্যান করার দাবি করে তিনি বলেন, তার (সু চি) কারণে নোবেলের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। গতকাল বিকালে যশোর ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন যশোর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের জেলা সভাপতি মিয়া আবদুল হালিমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, সদস্য সচিব মাওলানা আবদুল হালিম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শুয়াইব হোসেন, সেক্রেটারি এইচ এম মহাসিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহামুদুল হাসান প্রমুখ।

সর্বশেষ খবর