শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এটা শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য

মাদারীপুর প্রতিনিধি

এটা শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য

রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে মুসলিম দেশগুলোর জোট ওআইসির একটি প্রস্তাব পাস হওয়ায় এটিকে শেখ হাসিনার কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। গতকাল দুপুরে মাদারীপুর জেলা পরিষদের ১ কোটি ৩০ লাখ টাকা অর্থায়নে শহরের আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫ তলা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। নৌমন্ত্রী বলেন, খালেদা জিয়ার এতিমদের টাকা আত্মসাতের মামলায় আদালত যদি রায় দেয়, সেখানে কারও কিছু করার নেই। আর নির্বাচনে আসা না আসা আওয়ামী লীগের ওপরে নির্ভর করে না। এটা যার যার দলের ওপরে নির্ভর করে। খালেদা জিয়ার সাজা হলে বিএনপি নির্বাচনে না। এটা তাদের ব্যাপার বলেও উল্লেখ করেন নৌমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক, মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, জেলা পরিষদ সদস্য সৈয়দ বাশার, পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুবকর সিদ্দিক, আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির প্রমুখ।

সর্বশেষ খবর