শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সেনা ছাড়া সুষ্ঠু ভোট হবে না

নিজস্ব প্রতিবেদক

সেনা ছাড়া সুষ্ঠু ভোট হবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আরেকটি ‘প্রহসনে’র নির্বাচন করতেই ক্ষমতাসীনরা সেনাবাহিনীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার ‘ষড়যন্ত্র’ করছে। গতকাল দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘আগামী প্রজন্মের নেতৃত্ব এবং তারেক রহমান’ শীর্ষক এই আলোচনা সভা হয়। খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। আমীর খসরু বলেন, ‘তারা (সরকার) প্রতিরক্ষা বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে রাখতে চাচ্ছে সেই প্রহসনের নির্বাচনের দিকে আবার যাওয়ার জন্য। অর্থাৎ নির্বাচন নয়, ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়ায়, ক্ষমতা দখল করার প্রক্রিয়ায় তারা আছে। তিনি বলেন, পরিষ্কারভাবে আমরা বলতে চাই, প্রতিরক্ষা বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, তাদের বিচারিক ক্ষমতা দিতে হবে। এর বাইরে কোনো ধরনের নির্বাচনের প্রক্রিয়া এ দেশের মানুষ গ্রহণ করবে না যদি তাদের (সেনাবাহিনী) আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করা না হয়, কোনো সুস্থ মস্তিষ্কে সেই নির্বাচনের দিকে যাওয়াটা বিপজ্জনক হবে।’

সর্বশেষ খবর