বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন

নোবেল জয়ী লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের চাকরি খোঁজার পরিবর্তে বরং উদ্যোক্তা হতে উৎসাহিত করতে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। ভারতের ঝাড়খন্ডে অবস্থিত জামশেদপুরে টাটা স্টিলের সিগনেচার ইভেন্ট ‘সামভাদ’-এর সমাপনী দিনে এ কথা বলেন তিনি।  গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বরের ১৪-১৯ তারিখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, কানাডা ও কেনিয়া থেকে আন্তর্জাতিক উপজাতি প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত চার দিনব্যাপী এই সমাবেশের মূল বিষয়বস্তু ছিল উপজাতি তরুণদের আশা-আকাঙ্ক্ষা। উত্তর-পূর্ব, মধ্য ও পশ্চিম ভারতের ২০টি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উপজাতি তরুণ-তরুণীরা এতে অংশ নেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে প্রফেসর ইউনূস বলেন, পুঁজিবাদী কাঠামোর ওপর গড়ে ওঠা আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় ধরে নেওয়া হয়, মানুষকে অন্যের চাকরি করে জীবনধারণ করতে হবে। কিন্তু আমাদের জন্ম এ জন্য হয়নি। উপজাতি তরুণদের স্বাবলম্বী হতে উৎসাহিত করে তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের অন্যের কর্মচারী হতে শিক্ষা দেয়। কিন্তু তাদের উচিত কর্মচারী বা উদ্যোক্তা দুটি হওয়ারই শিক্ষা দেওয়া। আমরা মানুষকে স্বাবলম্বী ও উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করতে চেয়েছি। এ কারণে আমরা ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা দিতে শুরু করি। এখন গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতার সংখ্যা ৯০ লাখ যাদের ৯৭ শতাংশই নারী। সামাজিক ব্যবসার এই উদ্যোক্তা আরও বলেন, আমাদের নতুন করে শিখতে হবে এবং চাকরি পাওয়ার চেয়েও বড় কিছু চিন্তা করতে হবে— আমাদের উদ্যোক্তা হতে হবে। ভবিষ্যতে আমাদের অনেক কাজই দখল করে নেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। আর তাতে মানুষ ব্যাপকভাবে বেকার হতে থাকবে।

সর্বশেষ খবর