সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

সারা দেশে অচল সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা গতকাল সারা দেশে দুই দিনের কর্মবিরতি পালন শুরু করেছেন। ‘নো বিসিএস নো ক্যাডার’ স্লোগানে এই কর্মবিরতির কারণে গতকাল দেশের ৩১৩ সরকারি কলেজে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে সমাবেশ এবং বক্তৃতা করে কর্মবিরতির প্রথম দিন পালন করেন বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা। এদিকে  জাতীয়করণের আওতায় আসা কলেজ শিক্ষকদের বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করলে সরকারি কলেজগুলো ‘সাট ডাউন’ (বন্ধ) করে দেওয়া হবে বলে  ঘোষণা দিয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। আজও সারা দেশে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের নন-ক্যাডার করে তাদের জন্য আলাদা নীতিমালার দাবি জানিয়ে আসছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এদিকে শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের কর্মবিরতির কারণে গতকাল এবং আজকের সব পরীক্ষা স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনসিটিবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে প্রেষণে থাকা শিক্ষা ক্যাডাররাও কর্মবিরতিতে অংশ নেওয়ায় এসব প্রতিষ্ঠানেও তেমন কাজকর্ম হয়নি। ঢাকা কলেজে শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস হয়নি কোনো বিভাগেই। কর্মবিরতির ঘোষণা থাকায় ছাত্রদের আনাগোনা ছিল খুব কম। ঢাকা কলেজের দর্শন বিভাগের প্রভাষক জিনান বিনতে জামান বলেন, কলেজে গেলেও আমরা কর্মসূচি অনুযায়ী কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেইনি। আজও আমাদের কর্মবিরতি চলবে। বিসিএস শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার গতকাল বলেন, সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এনসিটিবি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ অন্য দফতরের কর্মকর্তারাও কর্মবিরতিতে অংশ নেন। তিতুমীর কলেজে গিয়ে দেখা যায় ব্যানার লাগিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদানে অংশ নেননি শিক্ষকরা। আর শিক্ষকদের কর্মবিরতির ঘোষণায় ক্যাম্পাসে আসেননি শিক্ষার্থীরা। বাঙলা কলেজে কর্মবিরতি পালনকারী শিক্ষক ছাড়া কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। একই পরিবেশ লক্ষ্য করা যায় রাজধানীর ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ সারাদেশের সরকারি কলেজগুলোতে। তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খান বলেন, জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের নন-ক্যাডার করে তাদের জন্য আলাদা নীতিমালার দাবিতে কলেজে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকরা উপস্থিত থাকলেও কেউ একাডেমিক কার্যক্রমে অংশ নেননি।  শিক্ষক নেতারা জানান, যেসব উপজেলার সরকারি কলেজ নেই সেগুলোতে একটি করে বেসরকারি কলেজকে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে বেশ কিছু কলেজকে সরকারি ঘোষণা করা হয়েছে এবং আরও ২৮৩টি বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তারা জানান, জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের অবিলম্বে নন-ক্যাডার হিসেবে ঘোষণা করে তাদের জন্য আলাদা নীতিমালা তৈরি করতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক বিসিএস পরীক্ষা ছাড়া শিক্ষা ক্যাডারে কোনো পার্শ্ব প্রবেশ মেনে নেওয়া হবে না।

সর্বশেষ খবর