সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএনপির গাত্রদাহ ৭ মার্চের ভাষণে

—ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির গাত্রদাহ ৭ মার্চের ভাষণে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনলে ভয়ে বিএনপির গাত্রদাহ হয়। গত ১৮ ও ২৫ তারিখের সমাবেশের পরে তাদের বক্তব্যে তা আবারও প্রমাণিত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু লাবিদ আল লিখনের চিকিৎসা সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশের পর দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালের ৫ নম্বর কেবিনে লিখনকে দেখতে যান কাদের। সেখানে নগদ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে চিকিৎসার সব খরচের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গতকালের (শনিবার) আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বুলেট প্রুফ জ্যাকেট নাকি ছিল। আমি চ্যালেঞ্জ করছি ফখরুল ইসলাম আলমগীরকে— কোথায় বুলেট প্রুফ জ্যাকেট ছিল? আমি তো সেখানে ছিলাম, আমি তো দেখিনি। তিনি প্রমাণ করুন কোথায় ছিল বুলেট প্রুফ জ্যাকেট? শেখ হাসিনা কাউকে পরোয়া করেন না। আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করেন না, ভয় পান না। ৭ মার্চ বিশ্ব স্বীকৃত হওয়ায় তাদের গাত্রদাহ শুরু হয়েছে, তারা এটা সহ্য করতে পারছে না। তারা এটাকে ভয় পাচ্ছে। বঙ্গবন্ধুর ভাষণ বাজলে তারা ভয়ে থাকে।’ ওবায়দুল কাদের বলেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় নেই। ক্ষমতার দল ক্ষমতায় না থাকলে তাদের মধ্যে অস্থিরতা বাড়ে। তাদের তো সংগ্রাম আন্দোলনের অভিজ্ঞতা নেই, ইতিহাস নেই। এই দলটির আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা, সাহস নেই। তবে আরও ভালো থাকতে পারত যদি তারা গত পার্লামেন্ট নির্বাচনে আসত। বিএনপি তো আর হেলাফেলার দল নয়। সাংগঠনিকভাবে তারা যতই দুর্বল হোক না কেন— তাদের কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ সমর্থন করে। তিনি বলেন, ৭ মার্চের ভাষণ নিয়ে মরহুম জিয়াউর রহমান বলেছিলেন, এটা স্বাধীনতার গ্রিন সিগন্যাল। আবার দেখা গেল জিয়াউর রহমান যখন পঁচাত্তর পরবর্তী সময়ে ক্ষমতায় এলেন তখন ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে গেল। এই ভাষণ বাজানোর জন্য আমাদের অনেক নেতা-কর্মী নিগৃহীত হয়েছিলেন। অত্যাচারিত হয়েছিলেন, অনেককে মেরে পঙ্গু করে দেওয়া হয়েছিল, পুলিশ দিয়ে মারধর করা হয়েছিল, জেলে পাঠানো হয়েছিল। আজ সেই ৭ মার্চের ভাষণই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

সর্বশেষ খবর