সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আগামী নির্বাচনে আমরাই জিতব

—মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনে আমরাই জিতব

আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এলোমেলোভাবে ঘুরে কোনো লাভ নেই। আগামী নির্বাচনে জয়লাভ আমরাই করব। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় বসবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন—বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ। মির্জা ফখরুল বলেন,  রেহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে এত বড় কূটনৈতিক অর্জন আর কখনই হয়নি। আমি বলব, সরকার  রোহিঙ্গাদের  ফের বাঘের মুখে ঠেলে দিচ্ছে। রোহিঙ্গা নিয়ে সরকার ধোকাবাজির রাজনীতি করছে। তিনি বলেন, সংবিধানে উল্লেখ আছে প্রধান বিচারপতি যদি চাকরি থেকে অব্যাহতি অথবা পদত্যাগ করেন তাহলে সঙ্গে সঙ্গে বিচারপতি নিয়োগ দিতে হবে। কিন্তু সেটি সরকার এখন পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। দেশে কই এত উন্নয়ন প্রশ্ন রেখে ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে এখন এতোই উন্নয়ন দিনাজপুর যেতে লাগে ২০ ঘণ্টা, রাজশাহী  যেতে লাগে ১৬ ঘণ্টা।  রেমিটেন্স কমে আসছে, বিনিয়োগ কমে আসছে আর জিনিসপত্র কেনার সামর্থই হারিয়ে ফেলছেন সাধারণ জনগণ। তিনি বলেন, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্তি দেওয়ার জন্য অবশ্যই তারেক রহমান দেশে ফিরবেন। তারেক রহমান তরুণদের মাঝে আধুনিক বাংলাদেশ তৈরিতে খুব শিগগিরই দেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন।

সর্বশেষ খবর