সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছেলেমেয়েকে মোবাইল থেকে দূরে রাখুন

প্রতিদিন ডেস্ক

ছেলেমেয়েকে মোবাইল থেকে দূরে রাখুন

মোবাইল ফোনকে ‘ইহুদিদের তৈরি বিধ্বংসী মারণাস্ত্র’ আখ্যায়িত করে ছেলেমেয়েদের এ থেকে দূরে রাখার নসিহত দিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দুই দিনের শানে রিসালাত সম্মেলনের শেষ দিন গত শনিবার সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইহুদিরা আমাদেরকে ধ্বংস করার জন্য মোবাইলিজম নামক বিধ্বংসী  মারণাস্ত্র আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। যা আমাদের পুরো সমাজব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আমি আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা ছেলেমেয়েদের মোবাইল থেকে দূরে রাখুন।’ হেফাজত আমির আরও বলেন, বর্তমান সমাজের যে অবস্থা, তাতে মানুষের মানবিক ও নৈতিকতা বোধের ‘চরম অবক্ষয়’ দেখা দিয়েছে। ‘নাস্তিক্যবাদী চেতনা প্রচারের কারণে’ সমাজে ইসলামবিদ্বেষী মনোভাবের লোক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ ও রসুল (সা.)-এর অবমাননাকারী নাস্তিকদের শাস্তির বিধান কায়েম করা হলে নাস্তিক তৈরি হবে না। শনিবার সম্মেলনের চারটি অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ নোমান ফয়জী মেখল, মাওলানা মুহাম্মদ শফি বাথুয়া এবং মাওলানা ইসহাক মেহেরিয়া মাদরাসা। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও হাফেজ মাওলানা মুহাম্মদ ফয়সালের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা আ ফ ম খালেদ হোসেন, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মাহমুদ হাসান প্রমুখ।

সর্বশেষ খবর