বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অর্থ আত্মসাতে ব্যাংক কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক ও জয়পুরহাট প্রতিনিধি

অর্থ আত্মসাতের তিন মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুবায়ের মনজুরের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এদিকে দিনদুপুরে জয়পুরহাটের বাটার মোড় এলাকার জনতা ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৪৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিফ ক্যাশিয়ার ও পিয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কৃষি ব্যাংকের অর্থ আত্মসাতের মামলার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তেজগাঁও থানার চার মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জুবায়ের মনজুর। শুনানি শেষে বিচারক এক মামলায় জামিন দিলেও তিন মামলায় জামিন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করেন। নথি থেকে জানা যায়, ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাবেক এ ডিজিএমের বিরুদ্ধে মামলা হয়। মামলায় জুবায়েরসহ অন্য আসামিদের বিরুদ্ধে ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে তেজগাঁও থানায় পৃথক চারটি মামলা করে দুদক। জয়পুরহাটে ব্যাংক থেকে টাকা চুরি : জয়পুরহাটের বাটার মোড় এলাকার জনতা ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৪৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। জয়পুরহাট শাখার ব্যবস্থাপক শাহ আলম জানান, গতকাল সকালে ব্যাংক খোলার পর ৪৫ লাখ টাকা সোনালী ব্যাংকে পাঠানোর প্রয়োজন পড়ে। পিয়ন আমানত হোসেনের সহযোগিতায় চিফ ক্যাশিয়ার রায়হান আলম টাকাগুলো গুছিয়ে একটি ব্যাগে ভরে ক্যাশ কাউন্টারের ভিতরেই রেখে দেন। এমন সময় মাথায় টুপি পরা ৪০-৪৫ বছর বয়সের এক ব্যক্তিকে ক্যাশ কাউন্টারে প্রবেশ করে টাকার ওই ব্যাগ নিতে দেখা যায় সিসি ক্যামেরায়।

কিন্তু ব্যাংক থেকে বের হওয়ার সময় সিসি টিভির ফুটেজে টাকার ব্যাগটি আরেকজনের হাতে দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে চার-পাঁচজনের একটি সংঘবদ্ধ চোরের দল আগে থেকেই ব্যাংকে অবস্থান করছিল। এ ঘটনায় চিফ ক্যাশিয়ার রায়হান আলম ও পিয়ন আমানত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে স্থানীয় থানার ওসি জানান।

সর্বশেষ খবর