বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

গোয়েন্দা সংস্থা ব্যর্থ কেন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

গোয়েন্দা সংস্থা ব্যর্থ কেন : ফখরুল

পিলখানা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে বিডিআর বিদ্রোহ ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মনে করে বিএনপি। শুধু তাই নয়, দলটি মনে করে এ ঘটনায় গোয়েন্দা সংস্থা ব্যর্থ কেন তারও তদন্ত হওয়া উচিত। গতকাল দুপুরে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। বিডিআর বিদ্রোহ নিয়ে হাই কোর্টের রায় ঘোষণার এক দিন পর গতকাল বিএনপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো। ফখরুল বলেন, ‘কারা বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থাকে ভেঙে দিতে চাইল, দেশের গর্ব সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চাইল, কে লাভবান হলো— এ বিষয়গুলো আমাদের অবশ্যই সুষ্ঠুভাবে নির্মোহ-নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা উচিত। কেন গোয়েন্দা সংস্থা ব্যর্থ হলো বিষয়টি জানাতে, কেন সেদিন অতিদ্রুততার সঙ্গে বিদ্রোহ দমন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো না, কেন সেদিন সিদ্ধান্ত নিতে ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করতে হলো?’ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনারকক্ষে ২০-দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বিশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে গতকাল তিনি এ মন্তব্য করেন।

জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুর পর নতুন নেতৃত্ব ঠিক করতেই এই বিশেষ কাউন্সিল হয়। সেখানে অধ্যাপিকা রেহেনা প্রধানকে জাগপা সভাপতি ও খন্দকার লুত্ফর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। অনুষ্ঠানে অধ্যাপিকা রেহেনা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি নেতা অ্যালবার্ট পি কস্টা, খন্দকার লুত্ফর রহমান, সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহসভাপতি খন্দকার আবিদুর রহমান, আবু মোজাফফর মো. আনাছ, মাস্টার এম এ মান্নান, রকিবউদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। ফখরুল বলেন, ‘এটার (বিডিআর বিদ্রোহ) তো কোনো সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়নি। কেন এখন পর্যন্ত সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশিত হলো না, কেন এখন পর্যন্ত আরেক তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট এলো না— এ বিষয়গুলো আমাদের জানার অধিকার আছে। আমরা এ দেশের নাগরিক। প্রত্যেক নাগরিকের তা জানার অধিকার আছে।’ তিনি বলেন, ‘এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল কি শুধু সরকারকে বিব্রত বা ব্যর্থ করার চেষ্টা? নাকি বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা? ৫৭ জন সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধেও আমাদের খোয়াতে হয়নি। সেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করে কে লাভবান হলো, কারা লাভবান হলো?’

সর্বশেষ খবর