বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সেনা মোতায়েনে মতামতের সময় আসেনি

নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি

সেনা মোতায়েনে মতামতের সময় আসেনি

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে মতামত দেওয়ার মতো সময় বা কথা বলার মতো ক্ষেত্র তৈরি হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

গতকাল দুপুরে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বঙ্গতাজ অডিটরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে পল্লী অঞ্চলের আসন না কমিয়ে জনসংখ্যার ভিত্তিতে আসনের সীমানা নির্ধারণের বিষয়ে কমিশনের কাজ চলছে। না ভোটের বিধান চালু করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্য মতামত নিয়ে একটি উপকমিটি কাজ করছে। তাদের মতামত ও সুপারিশগুলো কমিশনের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আমরা প্রতিটি নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে চাই। যাতে নির্বাচন আর বিতর্কিত না হয়। আমরা চাই রংপুর সিটি করপোরেশন নির্বাচনকেও কুমিল্লা সিটি করপোরেশনের মতো সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্র হচ্ছে একটি ডিজিটাল ডকুমেন্ট। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি প্রস্তুত করা হয়েছে। এ পরিচয়পত্র একটি বহনযোগ্য দলিল, যা নাগরিকদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সেবা সুবিধা প্রদান তথা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করতে মুখ্য ভূমিকা পালন করবে। তিনি বলেন, সিটি করপোরেশনগুলোতে এ স্মার্টকার্ড সরবরাহের পর জেলা পর্যায়ে সরবরাহের পদক্ষেপ গৃহীত হচ্ছে। আগামী ১ ডিসেম্বর ৩৭টি জেলায় একযোগে এ পরিচয়পত্র বিতরণের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১৩ জনের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর