বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্যাংক বাড়ছে, আরও আসছে তিনটি

নিজস্ব প্রতিবেদক

অনুমোদন পাচ্ছে বেসরকারি তিনটি নতুন ব্যাংক। এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। দুদিন আগেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আরও তিনটি নতুন ব্যাংক অনুমোদন দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের কাছে এ নিয়ে মতামতও চেয়েছেন তিনি। তবে এ উদ্যোগের কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, আর নতুন ব্যাংকের কোনো প্রয়োজন নেই। বরং এই মুহূর্তে ব্যাংক খাতে শুদ্ধি অভিযান চালানো দরকার।  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, ‘পিপলস ইসলামী ব্যাংক’ নামে একটি ব্যাংকের অনুমোদন পাচ্ছেন চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ কাশেম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। আর ‘বাংলা ব্যাংক’-এর আবেদন করেছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। অন্যদিকে, আরেকটি ব্যাংক একটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দেওয়া হবে। এরই মধ্যে দুটি ব্যাংক অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর তীব্র সমালোচনার মুখেও নয়টি ব্যাংকের অনুমোদন দেয়। সে ব্যাংকগুলোর বেশিরভাগই এখনো দাঁড়াতে পারেনি। অনুমোদন পাওয়া ব্যাংকের কার্যক্রম ও আমানত সংগ্রহ নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকতে না পেরে নতুন ব্যাংকগুলোর বেশিরভাগই লোকসানের মুখে পড়েছে। এছাড়া এসব ব্যাংকের কার্যক্রমও অত্যন্ত সীমিত। এমন অবস্থায় দেশে আরও নতুন ব্যাংকের কার্যক্রম শুরু হলে দেশের অর্থনীতিতে এক ধরনের অসম প্রতিযোগিতার সৃষ্টি হবে। এতে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও বিশেষজ্ঞরা মনে করেন।

সর্বশেষ খবর