বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাবেক রাষ্ট্রদূতের খোঁজ মেলেনি

তিন যুবকের সন্ধানে র‍্যাব-পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রদূতের খোঁজ মেলেনি

এম মারুফ জামান

তিন দিনেও খোঁজ মেলেনি রহস্যজনকভাবে নিখোঁজ সাবেক রাষ্ট্রদূত এম মারুফ  জামানের। তবে র‍্যাব-পুলিশ খুঁজছে সন্দেহভাজন তিন যুবককে। বাসার সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ক্যাপ ও মাস্ক পরিহিত এই তিন যুবকই মারুফ জামানের ধানমন্ডির বাসা থেকে তার ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটারের সিপিইউ ও মোবাইল ফোন সেট নিয়ে গেছেন। মারুফ জামানের পরিবারের সদস্যরা বলেছেন, তিনি বাসা থেকে বের হওয়ার এক ঘণ্টা পর ওই তিন যুবক বাসায় এসে সারা ঘর খুঁজে ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যান। তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছাড়া আর কোনো তথ্যই পুলিশ তাদের দিতে পারছে না। রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল কাফী বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছি।’

গতকাল দুপুরে সরেজমিনে মারুফ জামানের ধানমন্ডির বাসায় গেলে কথা হয় তার বড় বোন শাহরিনা কামালের সঙ্গে। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ৪৫ নাগাদ একটি অজ্ঞাত ফোন থেকে বাসার ল্যান্ডফোনে কল আসে মারুফের। ফোনটি রিসিভ করে গৃহপরিচারিকা লাকী। মারুফ লাকীকে বলে বাসায় কয়েকজন আসবে। তার ল্যাপটপটি যেন দিয়ে দেয়। রাত ৮টা নাগাদ তিনজন অপরিচিত লোক বাসায় ঢুকে বিভিন্ন কক্ষ খুঁজে ল্যাপটপ, সিপিইউ ও মোবাইল ফোন সেট নিয়ে যায়।’ ধানমন্ডি ১৫ নম্বর স্টার কাবাবের পেছনের গলির ওই ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় ২/১ নম্বর ফ্ল্যাটে থাকেন মারুফ জামান। তার প্রয়াত বাবা আনিসুজ্জামানও বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। ২০১২ সালে স্ত্রী ফেরদৌসী জামানের মৃত্যুর পর দুই মেয়ে নিয়েই মারুফ জামানের সংসার। বড় মেয়ে শবনম জামান থাকেন বেলজিয়ামে। ছোট মেয়ে সামিহা জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। বাসার ওপরের তলায় ৩/১ নম্বর ফ্ল্যাটে থাকেন বড় বোন শাহরিনা কামাল বেবী। এর ওপর তলায় ৪/১ নম্বর ফ্ল্যাটে থাকেন ছোট ভাই রিফাত জামান। শাহরিনা কামাল জানান, ‘স্ত্রীর মৃত্যুর পর থেকে অনেকটা ভেঙে পড়েছিল মারুফ। কারও সঙ্গে খুব একটা কথা বলত না। বাইরে যাওয়া বলতে শুধু মসজিদে নামাজ পড়তে যেত। তার কোনো শত্রু আছে বলে আমার মনে হয় না।’ কথা বলার এক পর‍্যায়ে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। গত মঙ্গলবার খিলক্ষেত এলাকা থেকে মারুফ জামানের ব্যক্তিগত গাড়িটি (টয়োটা ঢাকা মেট্রো-গ ২১-১৩৯৯) পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানায়, মারুফ জামানের সর্বশেষ অবস্থান ছিল সোমবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে দক্ষিণখানের কাওলা এলাকায়। মারুফ জামান ২০০৫ সালে ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর (ষষ্ঠ শর্ট কোর্স) একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। পরে পররাষ্ট্র ক্যাডারে আত্তীকরণ হন। কাতার, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে দায়িত্ব পালন শেষে অবসর জীবনযাপন করছেন তিনি। মারুফ জামান নিখোঁজের ঘটনায় তার মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সর্বশেষ খবর