বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাস্তিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

এক আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে, ধর্ম বা সৃষ্টিকর্তায় অবিশ্বাসীদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। খবর বিবিসির।

গবেষণায় বলা হয়েছে, সারা বিশ্বই নাস্তিকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়নের (আইএইচইইউ) উদ্যোগে এই গবেষণা  পরিচালিত হয়েছে। গবেষণা প্রতিবেদনটি চলতি সপ্তাহে ইউরোপীয় সংসদে পেশও করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, বিশ্বের ৮৫টি দেশে ধর্মে অবিশ্বাসী বা নাস্তিকরা প্রচণ্ড বৈষম্য-নির্যাতনের শিকার হচ্ছেন। এর মধ্যে গত এক বছরে অন্তত সাতটি দেশে নাস্তিকদের বিরুদ্ধে চরম নির্যাতন হয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব এবং মালয়েশিয়া। কয়েক সপ্তাহ আগে মালদ্বীপে এক ব্লগার- যিনি ধর্ম নিরপেক্ষতার পক্ষে লেখালেখি করতেন এবং মাঝে মধ্যে ধর্ম নিয়ে কটাক্ষ করতেন, তিনি নিজের ঘরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সুদানে মোহামেদ আল দোসোগি নামে একজন মানবাধিকার কর্মী তার জাতীয় পরিচয়পত্রে মুসলিম পরিচয়ের বদলে নাস্তিক হিসেবে পরিচিত হতে চাইলে তাকে কারাগারে পাঠানো হয়। গবেষণায় বলা হয়েছে, ধর্মে অবিশ্বাসীদের জন্য পাকিস্তান চরম বিপজ্জনক দেশ। ২০১৭ সালে বিশ্বের ৮৫টি দেশে নির্যাতন চরমে পৌঁছেছে। সাতটি দেশ অর্থাৎ ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরতানিয়া, ভারত, পাকিস্তান, সুদান, সৌদি আরবে ধর্ম অবিশ্বাসীদের ধরে ধরে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ৩০টি সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। তালিকায় আরও রয়েছে মিসর, কাতার, আফগানিস্তান, ইরান ও ইরাক। এর মধ্যে ১২টি দেশে ধর্মত্যাগীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ৩০টি দেশেও গত এক বছরে নাস্তিক তকমা দিয়ে চরম মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা ঘটেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। তথাকথিত ধর্ম অবমানকারীদের গুম করার ঘটনাও ঘটেছে।

সর্বশেষ খবর