রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্কুলে ছাত্রলীগের কমিটি নয়

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

স্কুল কমিটি না করতে বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্কুল কমিটির ধারণাটা সঠিক হয়নি, এটা করে এখন সমালোচনা ডেকে আনার দরকার নেই। গতকাল দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ছাত্রলীগের উদ্যোগে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্কুল কমিটির সমালোচনা করে তিনি বলেন, ছেলে-মেয়েদের পিঠের ওপর বই-পুস্তকের বোঝা। বাচ্চাগুলোকে দেখলে মনে হয় যেন মরুভূমির পথ বেয়ে চলছে। তারপর আবার রাজনীতির আরেক বোঝা। দরকার নেই এসবের। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, থাকতে হবে। কিছু কিছু বিশৃঙ্খলা যা ঘটে সে ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে, এটা নির্বাচনের বছর। যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। কেউ কেউ অপকর্ম করবে আর সেটার দায় নেবে দল-সেটা হয় না। তাই স্কুল পর্যায়ের কমিটি করার দরকার নেই। বিএনপি নেতাদের বলা ‘দেশে আইনের শাসন নেই’ বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ছাত্রলীগের অনেক ছেলে আছে এখন জেলে। কারও কারও যাবজ্জীবন জেল হয়েছে। কারও ফাঁসি পর্যন্ত হয়েছে। কিন্তু বিএনপির আমলে তাদের দলের কোনো নেতা-কর্মীর কোনো বিচার হয়েছে? তিনি বলেন, একজন মন্ত্রীর ছেলে হয়ে জেলে, এমপি কারাগারে। আরেক এমপি আদালত থেকে জামিন নিয়ে আছেন। দুই মন্ত্রীকে দুদকের মামলায় কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়। বিএনপির আমলে কি এসব কখনো হয়েছে। কোনো বিচার হয়নি। কিন্তু আমরা কোনো অপরাধীকেই ছাড় দেব না। এ সময় রংপুর সিটি নির্বাচন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা সংবাদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কত রকমের লেখালেখি। কেউ কেউ জল খেয়ে রাজনৈতিক কারণে নেমে পড়েছে আমাদের বিরুদ্ধে, সেটা আমরা বুঝি। আমরা বুঝি প্রথম পাতা, শেষ পাতা সরকারের বিরুদ্ধে দিচ্ছে। সবই বুঝি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র হবে। ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। জাতির পিতার হাতে গড়া ছাত্রলীগ ভাষা আন্দোলন, ৬ দফা, গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আমরা আবারও টানা তৃতীয়বারের মতো বিজয়ী হব।

সর্বশেষ খবর