রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

অপশক্তিকে পরাজিত করতে হবে

দিনাজপুর প্রতিনিধি

অপশক্তিকে পরাজিত করতে হবে

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নধারাকে ধরে রাখতে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী শক্তিকে আরেকবার পরাজিত করতে হবে। আগামী নির্বাচনে ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। তিনি গতকাল বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত শ্রমিক, কৃষক, ছাত্র, যুবনারী ও আদিবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৪ সালের মতো বিএনপি-জামায়াত জোট আবারও সহিংস আচরণ শুরু করেছে। তারা দুর্নীতি করলেও তাদের বিচার করা যাবে না বলে আবদার করে চলেছে। এ কারণে রাস্তায় গাড়ি ভাঙচুর করছে। রংপুরে নির্বাচনে ভরাডুবি হওয়ার পরও তারা তা মানতে নারাজ। আসলে ‘না’ ছাড়া তাদের আর কিছু বলার নেই। এই নেতিবাচক রাজনীতি সাধারণ মানুষ কখনো গ্রহণ করবে না। ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা সভাপতি আবদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, নজরুল ইসলাম হাক্কানী, অধ্যাপক ইয়াসিন আলী এমপি প্রমুখ। এর আগে বেলা সাড়ে ১১টায় রাশেদ খান মেনন দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ খবর