সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

উপসচিবদের গাড়ির জন্য একশ কোটি থোক বরাদ্দ

আরও ২৯১ কোটি টাকা দাবি

রুকনুজ্জামান অঞ্জন

উপসচিবদের গাড়ি কিনতে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে অর্থ বিভাগের ‘অপ্রত্যাশিত ব্যয় খাত’ থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে টাকা বরাদ্দের বিষয়ে সম্মতি জানিয়ে ১৯ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। তবে অর্থ বিভাগের এই বরাদ্দে সন্তুষ্ট নয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠি পাওয়ার পরদিন ২০ ডিসেম্বর ফিরতি চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এ খাতে তাদের আরও ২৯১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ লাগবে। সরকারি কর্মকর্তাদের মধ্যে আগে যুগ্ম সচিব বা তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারা ‘প্রাধিকারভুক্ত কর্মকর্তা’ বলে বিবেচিত হতেন। গত সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের নীতিমালাটি সংশোধন করে উপসচিবদেরও প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করে গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা গত জুন থেকে কার্যকর হয়েছে।  এর ফলে গাড়ি কেনার জন্য প্রত্যেক উপসচিব ৩০ লাখ টাকা করে ঋণ পাবেন। এর বিপরীতে তাদের কোনো সুদ দিতে হবে না। শুধু তাই নয়, এই গাড়ি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে আরও ৫০ হাজার টাকা করে সরকারের কাছ থেকে ভাতা হিসেবে পাবেন তারা। জানা গেছে, ওই সিদ্ধান্তের পর উপসচিবদের গাড়ি কেনার জন্য চলতি অর্থবছরে এর আগে আরও দুই দফা (৪০+৩০)=৭০ কোটি টাকা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত হঠাৎ দুর্যোগ বা সরকারের অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যয় মেটানোর জন্য বাজেটে ‘অপ্রত্যাশিত ব্যয় খাত’ নামে একটি বরাদ্দ থাকে। সেই খাত থেকে উপসচিবদের গাড়ি কেনার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ ছিল এটি তার অতিরিক্ত বরাদ্দ। এই অতিরিক্ত বরাদ্দকৃত অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম খাতে’ সমন্বয় করতে হবে। টাকা ব্যয় না করতে পারলে তা ৩০ জুন, ২০১৮ এর মধ্যে ফেরত দিতে হবে। তবে জনপ্রশাসনের কর্মকর্তারা জানাচ্ছেন অর্থবিভাগ থেকে  যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে সব উপসচিবকে গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া সম্ভব নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সরকারের ১ হাজার ৫৩৯ জন উপসচিব রয়েছেন, যারা প্রায় সবাই গাড়ি কেনার জন্য সুদমুক্ত অগ্রিম খাত থেকে ঋণ নেওয়ার জন্য আবেদন করেছেন। উপসচিবদের গাড়ি কেনা বাবদ গত সপ্তাহে বরাদ্দকৃত ১০০ কোটি টাকাসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে এ পর্যন্ত ১৭০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই বরাদ্দ দিয়ে ৫৬৬ জন কর্মকর্তাকে গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়া সম্ভব হবে। ফলে প্রাধিকার থাকা সত্ত্বেও ৯৭৫ জন উপসচিবকে এই সুবিধার আওতায় আনা সম্ভব হবে না। উপসচিবদের সবাইকে গাড়ি কেনার অর্থ দিতে হলে মোট ৪৬১ কোটি ৭০ লাখ টাকার প্রয়োজন পড়বে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এরই মধ্যে বাকি অর্থ (২৯১ কোটি ৭০ লাখ) বরাদ্দের জন্য অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর