বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রশিক্ষণের সময় মহেশখালীতে দুটি বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ  দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আগুন ধরে গিয়ে বিমান তিন টুকরা হয়ে যায়। এর একটি টুকরা মহেশখালীর পৌরসভার ২ নং ওয়ার্ডের ভিলার বাড়ির ঘোনা এলাকায়, একটি চালপাড়ার তেলিপাড়ায় এবং অপরটি মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় আঁছড়ে পড়ে। ঘটনাস্থলে যাওয়া পৌরসভার বাসিন্দা আবদুল আজিজ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরস্পর সংঘর্ষে দুটি বিমান দুই জায়গায় গিয়ে পড়ে। এর মধ্যে একটি পৌরসভার ২ নং ওয়ার্ডের চালপাড়ায় পড়ে। এটি প্রায় জ্বলে যায়। এ বিমানের রাজিব নামের পাইলটকে অক্ষত অবস্থায় পার্শ্ববর্তী কুতুবজোন ইউনিয়মের বাঁধ থেকে উদ্ধার করা হয়। অপর বিমানটি ছোট মহেশখালী মাইজপাড়ায় পড়ে। এখানে বিমানের একটি পাখাও পাওয়া গেছে।’ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘সংঘর্ষের পর দুটি প্রশিক্ষণ বিমানে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে বিমান দুটি কয়েক টুকরো হয়ে মহেশখালীর বিভিন্ন অংশে পড়ে।’ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম, বিমান বিধ্বস্তের ঘটনার পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল মালেক বলেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আমাদের কক্সবাজার ও চকরিয়া থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করে। এর আগ মহেশখালী ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।’ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান জানান, বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর আমরা পেয়েছি। উদ্ধার অভিযান চলছে। আমরা বিস্তারিত পরে জানাব। এদিকে রাতে দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্লেন দুটি চট্টগ্রাম বি এ এফ জহুর থেকে ছেড়েছিল। পাইলটরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তাদেরকে বি এন এস পতেঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর