বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাই কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই সহকারী কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ভ্রাম্যমাণ আদালতে আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি-তত্কালীন) বিরোদা রানী রায় হাই কোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। গতকাল বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। ১২ ডিসেম্বর দিনাজপুরের বীরগঞ্জে সহকারী কমিশনারের (ভূমি) কক্ষে বসা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে আইনজীবী নিরোদ বিহারী রায়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেন বিরোদা রানী রায়। পরে জেলা আইনজীবী সমিতি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে বিরোদাকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন বিষয়টি আদালতের নজরে আনলে হাই কোর্ট ১৭ ডিসেম্বর স্বতঃপ্রণোদিত আদেশে বিরোদাকে তলব করে। আদালতের নির্দেশে গতকাল বিরোদা হাজির হন। এ ছাড়া সাজাপ্রাপ্ত আইনজীবী নিরোদ বিহারীও হাই কোর্টে উপস্থিত ছিলেন। আদালতে তারা সেদিনের ঘটনার বিবরণ দেন। কিন্তু তাদের বর্ণনায় ব্যাপক গরমিল পরিলক্ষিত হওয়ায় উভয়কে এভিডেভিট আকারে আদালতে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়। বিরোদার পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব আদালতে মৌখিকভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন। আইনজীবী সৈয়দ মহিদুল কবির পরে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সেদিনের ঘটনা নিয়ে আদালতে আইনজীবী নিরোদ বিহারী ও সহকারী কমিশনার বিরোদা রানীর বক্তব্যে অমিল দেখা গেছে। আদালত বলেছে, ক্ষমতা পেলেই কি অপব্যবহার করতে হবে? এর আগে কোনো আদালত কোনো আইনজীবীকে মামলা পরিচালনার কারণে মোবাইল কোর্ট বসিয়ে এ ধরনের সাজা দেয়নি। এটা নজিরবিহীন। 

সর্বশেষ খবর