বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাম দলগুলোর অস্তিত্ব নেই : মুহিত

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে আমাদের দুর্বলতা রয়েছে। এ বিষয়ে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই বলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার মতো কর্মসূচি দেওয়া ছেলেখেলার মতো আচরণ। বাম দলগুলোর তো কোনো অস্তিত্ব নেই। তারা এসব লাল পতাকা প্রদর্শন করে। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাম দলগুলোর দু-চারজন নেতা ছাড়া কিছু নেই। তারা কিছুই করতে পারে না। তাদের বাঁচতে হয়, এ জন্যই এসব করা। তারা যেটা করেছে এটা ননসেন্স। এ ধরনের কর্মসূচির কোনো যৌক্তিকতা নেই বলে তিনি মনে করেন। গতকাল ব্যাংক সেক্টর এবং আর্থিক খাতে অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বাংলাদেশ ব্যাংকের শাখা ও ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতর অভিমুখী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম সংগঠনগুলো। এর আগে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম মোর্চার প্রধান সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। এ দলগুলোর সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, এদের কোনো কর্মী নেই। শুধু কয়েকজন নেতা রয়েছেন। এদের কোনো কর্মকাণ্ডও নেই। বেঁচে থাকার জন্যই তারা এ ধরনের কর্মসূচি পালন করছে বলে মনে করেন অর্থমন্ত্রী।

সর্বশেষ খবর