বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৫০ শতাংশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৫০ শতাংশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ ছাড়িয়েছে। মূল সেতুর কাজও অনেক এগিয়ে গেছে। সেতুর দ্বিতীয় স্প্যান নতুন বছরের শুরুতে, অর্থাৎ মধ্য জানুয়ারিতে পিলারের ওপর বসানো হবে। তিনি গতকাল বেলা সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মস্তফাগঞ্জ সেতুসহ একযোগে পাঁচটি সেতুর উদ্বোধন শেষে এ কথা বলেন। তিনি বলেন, পদ্মা নদী আমাজানের মতো একটি নদী। তারপরও পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পদ্মার নিচে এত বেশি অনিশ্চিত পরিস্থিতি যে, সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা থাকলেও তা কাটিয়ে আমাদের টার্গেট আমরা যথাসময়েই পূরণ করব। তিনি আরও বলেন, এই দেশে ’৭৫-পরবর্তীকালে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগবিরোধী বিএনপিসহ বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল। মুন্সীগঞ্জে আওয়ামী লীগ প্রথম এমপি পায় ২০০৮ সালে। তার আগে ২১ বছর আমাদের কোনো এমপি এখানে ছিলেন না। যারা ক্ষমতায় ছিলেন তারা ৭৬টি ব্রিজের একটি বেইলি ব্রিজও সেতু হিসেবে তৈরি করেননি। কোনো প্রকল্পও হাতে নেননি। আমরা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ৭৬টি মধ্যে ৪৪টি ব্রিজের কাজ শেষ করেছি। গত মে মাসে আমি ২১টি বেইলি ব্রিজকে পরিপূর্ণ ব্রিজে রূপান্তর করার জন্য নির্মাণ কাজের উদ্বোধন করেছিলাম। আজ পাঁচটি শেষ হয়েছে এবং জুন মাসের মধ্যে ১৬টি ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে। ২০০৮ থেকে ৪৪টি ব্রিজ আওয়ামী লীগ সরকার করেছে। এ সরকারের মেয়াদকালেই অধিকাংশ ব্রিজের কাজ সমাপ্ত করব। ২০২০ সালের জুনের পর আর কোনো বেইলি ব্রিজ থাকবে না। মন্ত্রী এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তার ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন এলাকায় ছয় কোটি টাকা ব্যয়ে শ্রীনগর সওজ পরিদর্শন বাংলোর ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকির, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মো. মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার কবীর, যুবলীগ নেতা মাহাবুবুর রহমান পলাশ, হাজী আবদুুল করিম চেয়ারম্যান প্রমুখ।

সর্বশেষ খবর