শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএনপির এ কেমন গণতন্ত্র

---- ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পত্রিকায় দেখলাম বিএনপির এক নেতা তার ছেলেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন। যেই ছেলের নাম প্যারাডাইস পেপারে এসেছে। এটা আওয়ামী  লীগে সম্ভব নয়। বাবা ছেলের নাম ঘোষণা করছেন এটা কোন গণতন্ত্র? এতেই প্রমাণ হয় বিএনপিতে কোনো গণতন্ত্র নেই। গুলিস্তানে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও ডিজিটাল প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল সকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রার্থী ঘোষণার এই সিস্টেম আওয়ামী লীগে নেই। আমাদের নেত্রী কাউকে সবুজ সংকেত দিতে পারেন কিন্তু সেটা দলের মনোনয়ন বোর্ডে অনুমোদন করতে হবে। তখন সেটা আমাদের মনোনয়ন বোর্ডে চূড়ান্ত বলে বিবেচিত হবে। এটাই আমাদের পার্টির সিস্টেম। এতেই বোঝা যায় গণতন্ত্র কোন দলে আছে আর কোন দলে নেই। আদালতের বিচারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হলে তিনি ছাড়া পাবেন বলে মন্তব্য করে কাদের বলেন, এ ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আর যদি দোষী হন তবে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এ সময় আওয়ামী লীগের অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। শেখ হাসিনার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে। সমস্যা হলে শেখ হাসিনার হস্তক্ষেপে সমাধান হয়। এখানে অন্যায় করলে শাস্তি পাবে না, এটা হয় না। ছাত্রলীগের বহু নেতা-কর্মী জেলে, খুনের মামলায় এমপি জেলে, মন্ত্রীর ছেলে জেলে, মন্ত্রীরা আদালতে হাজিরা দেন। এ সময় আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগরের নুরুল আমিন রুহুল, কামাল চৌধুরী, হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল, আখতার হোসেন, জোবায়দুল হক রাসেল, শাহবাগ থানার জি এম আতিক, অ্যাডভোকেট আবদুল হামিদ খান, পল্টন থানার মোস্তবা জামান পপি, ডেমরার মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর