শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিলেটকে ঘিরেই টার্গেট মিসবাহ উদ্দীন সিরাজের

নিজস্ব প্রতিবেদক

সিলেটকে ঘিরেই টার্গেট মিসবাহ উদ্দীন সিরাজের

সিলেটের জনপ্রতিনিধি হওয়ার টার্গেট নিয়েই রাজনীতি করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দীন সিরাজ। তিনি বলেন, সিলেট অঞ্চলে যখনই দল দুঃসময় অতিক্রম করেছে তখনই আমি দলের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়েছি। প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলার সময় জীবনের অনেক সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমি যখন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি  ছিলাম তখন সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে খন্দকার মোশতাকের সমাবেশ পণ্ড করতে মঞ্চ পুড়িয়ে দিয়েছিলাম। এমনকি খন্দকার মোশতাক লাঞ্ছিতও হয়েছিলেন।  এ জন্য আমাকে ১৭ মাস জেল খাটতে হয়েছে। এক-এগারোর সরকারের সময়ও রাষ্ট্রদ্রোহ মামলার শিকার হন তিনি। ২০০৪ সালে সিলেটে গ্রেনেড হামলায় আহত মিসবাহ উদ্দীন সিরাজ আগামী নির্বাচনে সিলেট থেকে নির্বাচন করতে আগ্রহী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আওয়ামী লীগের নগণ্য কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক। তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আমি সব সময়ই দলের দুঃসময়ে দলকে সংগঠিত করার চেষ্টা করেছি। প্রতিদান হিসেবে দল থেকেও অনেক কিছু পেয়েছি। নেত্রীর ভালোবাসা ও সান্নিধ্য পেয়েছি। মিসবাহ উদ্দীন সিরাজ বলেন, আমি জনসেবা করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে তাদের পাশে দাঁড়াতে চাই। মানুষও আমাকে তাদের সেবক হিসেবে দেখতে চান। এ জন্য আগামী নির্বাচনে দলীয় সভানেত্রীর সুদৃষ্টি কামনা করে সিলেটের এই নেতা বলেন, আমি তৃণমূল থেকে রাজনীতি করে আসছি। সঙ্গত কারণেই রাজনীতিবিদ হিসেবে প্রত্যেক রাজনৈতিক নেতারই একটা লক্ষ্য থাকে। আমারও একটা লক্ষ্য আছে। তিনি বলেন, সিলেটের মাটি ও মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। তাদের পাশে থেকে দলের একজন কর্মী হিসেবে তাদের সেবা করছি। আমি মনে করি, একজন জনপ্রতিনিধি হিসেবে যদি আমি মানুষের পাশে থাকতে পারি তাহলে তাদের সেবা করার সুযোগ কয়েকগুণ বৃদ্ধি পাবে। স্থানীয় পর্যায়ে দল ও এলাকার মানুষ সেভাবেই আমার কাছে প্রত্যাশা করছে।

সর্বশেষ খবর